X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভেঙে গেল নেইমার-ব্রুনার সম্পর্ক

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৭, ১৯:৪৯আপডেট : ২৩ জুন ২০১৭, ১৯:৫৬

‘সাবেক’ বান্ধবীর সঙ্গে নেইমার ১৩ জুন পর্যন্তও ঠিক ছিল সব। অন্তত তাদের দুজনের ইনস্টাগ্রামের ছবি তাই বলছে। পাশাপাশি বসা হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছিলেন নেইমার। ব্রুনা মারকুইজিন তো তাদের আরও ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘গভীর’ এই ভালোবাসায় হঠাৎই ধরল চিড়। এতটাই যে, সম্পর্কের ইতিই টেনে দিয়েছেন নেইমার ও ব্রুনা!

আলাদা হয়ে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবং ব্রাজিলের অভিনেত্রী। সাও পাওলোতে এক চ্যারিটি অনুষ্ঠানে সাংবাদিকদের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নেইমার। সম্পর্ক ভেঙে গেলেও দুজন ‘ভালো বন্ধু’ থাকবেন বলেও জানিয়েছেন বার্সেলোনা তারকা। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু বলতে না চাইলেও আসল বিষয়টি নেইমার নিশ্চিত করেছেন ঠিকই, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কোনও কিছু বলাটা আমার পছন্দ না। তবে হ্যাঁ, আমি ও ব্রুনা আলাদা হয়ে গেছি।’

কিন্তু কেন? বিস্তারিত কিছু না বললেও জানিয়েছেন, ‘আমরা সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। দুজন মিলেই নিয়েছি সিদ্ধান্ত।’ ব্রুনার জন্য শুভকামনাও থাকল নেইমারের পরের কথায়, ‘ব্রুনা এমন একটি মেয়ে, যাকে আমি প্রচন্ড পছন্দ করি। আশা করছি ও সুখে থাকবে, সেটা শুধু পেশাদারী জীবনে নয়, ব্যক্তিগত জীবনেও।’ কথাগুলো বলতে বলতে দার্শনিকও হয়ে গেলেন ব্রাজিলিয়ান তারকা, ‘জীবন এগিয়ে যাবেই, কারণ এটা জীবনেরই অংশ।’

২০১৪ সালে ব্রাজিলের মডেল ও অভিনেত্রী ব্রুনার সঙ্গে সম্পর্ক গড়েন নেইমার। এক বছর যেতে না যেতেই অবশ্য আলাদা হয়ে যান তারা। যদিও ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে সময় লাগেনি। ব্রাজিলিয়ান মিডিয়ায় অনেক আগে থেকেই তাদের সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার খবর শোনা গেলেও সেটা পরিষ্কার হয় ব্রাজিলের অলিম্পিক অভিযানে। ২০১৬ সালে ফুটবল থেকে লাতিন দেশটির প্রথম অলিম্পিক সোনা জেতার প্রত্যেক ম্যাচের স্বাক্ষী ছিলেন ব্রুনা। নেইমারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা যায় তাকে। এরপর ভালোই চলছিল সব, কিন্তু আবারও ভেঙে গেল তাদের সম্পর্ক।

ব্রুনাকে নিয়ে নেইমারের সবশেষ পোস্ট অথচ দিন দশেক আগেও ভালোবাসার সাগরে ভেসে বেড়িয়েছেন নেইমার-ব্রুনা। প্রমাণ ব্রুনাকে নিয়ে নেইমারের পোস্ট করা শেষ ছবি, যার ক্যাপশনে লেখা, ‘ভালোবাসার কোনও শেষ নেই।’ সান

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া