X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘অদ্ভুত’ আউটে রয় ‘এক নম্বর’

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৭, ১৬:৪৬আপডেট : ২৪ জুন ২০১৭, ১৬:৫৬

জেসন রয়ের সেই আউট চ্যাম্পিয়নস ট্রফিতে ছিলেন সমালোচকদের ছুরির আগায়। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ জেসন রয় এবার শিরোনাম হলেন বিতর্কের জন্ম দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি রান পেলেন ঠিকই, তবে প্রশংসা পেলেন না। উল্টো ‘প্রতারণা’ করে পড়েছেন নতুন সমালোচনার মুখে। আউট হয়ে যেতে পারেন ভেবে ‘ইচ্ছাকৃতভাবে’ ফিল্ডারের থ্রো আটকানোর চেষ্টা করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে ইংলিশ এই ওপেনারকে। ক্রিকেটের ভাষায় যে আউটের নাম ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট রয়ের আউটের মাধ্যমে প্রথমবার দেখল যে দৃশ্য।

ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন রয় ইংলিশদের। কিন্তু ‘অদ্ভুত’ এই আউটে তিনি ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলে ফিরে গেলে দক্ষিণ আফ্রিকা নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেন ৩ রানে। ঘরোয়া টি-টোয়েন্টিতে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ হয়ে ব্যাটসম্যানের ফিরে যাওয়ার ঘটনা ছিল, তবে রয়ই প্রথম ব্যাটসম্যান হিসেবে এভাবে আউট হলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রয় ছিলেন ডান প্রান্তে ১৬তম ওভারের প্রথম বলটি করেছিলেন ক্রিস মরিস। স্ট্রাইক প্রান্তে থাকা লিয়াম লিভিংস্টোন পয়েন্টে বল ঠেলে দিতেই ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন নন স্ট্রাইক প্রান্তে থাকা রয়। যদিও লিভিংস্টোন তার ডাকে সাড়া না দিলে প্রায় অর্ধেক ক্রিজ থেকে রয় আবার ফিরে যাচ্ছিলেন নিজের জায়গা। কিন্তু পয়েন্টের ফিল্ডারের দিকে তাকিয়ে বুঝতে পারলেন নিরাপদ জায়গায় পৌঁছাতে দেরি হয়ে যাবে অনেক, তাই যে প্রান্ত দিয়ে রান নিতে যাচ্ছিল ইংলিশ ওপেনার, ফেরার সময় দিক পাল্টে ক্রিজ মাড়িয়ে অন্য প্রান্ত দিয়ে শুরু করেন দৌড়। ফিল্ডারের থ্রো তাই সরাসরি আঘাত করে তার পায়ের তালুতে। দক্ষিণ আফ্রিকান ফিল্ডাররা তাই আবেদন জানায় আউটের।

দিক পাল্টাচ্ছেন রয় ফিল্ড আম্পায়াররা তাদের ডাকে সাড়া দিয়ে সিদ্ধান্ত ছেড়ে দেন থার্ড আম্পায়ারের ওপর। টিভি রিপ্লে থেকে স্পষ্ট দেখা গেছে নিজের আউট বাঁচাতেই রয় দিক পাল্টে অন্য দিকে দৌড়েছিলেন। তাই ‘ফিল্ডিংয়ে বাধা’ দেওয়ার অপরাধে তাকে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার টিম রবিনসন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে রয় ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ হয়ে প্যাভিলিয়নে ফিরলেও ইংলিশ ক্রিকেটার হিসেবে কিন্তু প্রথম নন। অতীতেও বিতর্কের জন্ম দিয় এমনভাবে আউট হয়েছেন ইংল্যান্ডের আরও দুই ব্যাটসম্যান। ক্রিকেটের প্রথম ও টেস্টে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘অদ্ভুত’ এই আউটের শিকার হয়েছেন কিংবদন্তি লেট হাটন। আর ২০১৫ সালে একইভাবে আউট হন রয়ের সতীর্থ বেন স্টোকস।

রান আউট থেকে বাঁচতে ফিরে আসেন রয় অন্য প্রান্ত দিয়ে তবে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি পাকিস্তানি ব্যাটসম্যানরা। ফিল্ডিংয়ে বাধা সৃষ্টি করার অপরাধে আউট হয়েছেন চার ক্রিকেটার- রমিজ রাজা, ইনজামাম-উল-হক, মোহাম্মদ হাফিজ ও আনোয়ার আলী। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ হয়ে আউট হয়েছেন আট ব্যাটসম্যান। ইন্ডিয়ান এক্সপ্রেস

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?