X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ চিলি, জার্মানি মুখোমুখি মেক্সিকোর

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৭, ০০:৫৬আপডেট : ২৬ জুন ২০১৭, ০০:৫৯

গোলের পর জার্মানির উল্লাস সেমিফাইনালের চার দল নিশ্চিতই ছিল একরকম! কেননা জার্মানি ও চিলির ওঠার সম্ভাবনাই ছিল বেশি। তাই শেষ চারে কে কার মু্খোমুখি হচ্ছে, সেটাই ছিল জানার। প্রত্যাশামতো রবিবার কনফেডারেশনস কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মানি ও চিলি। ক্যামেরুনকে ৩-১ গোলে হারানো জার্মানি ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় মুখোমুখি হবে মেক্সিকোর। আর অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্স আপ হওয়া চিলির প্রতিপক্ষ ক্রিস্তিয়ানো রোনালদোর পতুর্গাল।

রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানি পেয়েছে সহজ জয়। প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে ইওয়াখিম ল্যোভের দলকে এগিয়ে নেন কেরেম ডেমিরবে। দ্বিতীয় গোলের অপেক্ষাও বেশিক্ষণ করতে হয়নি জার্মানিকে। ৬৬ মিনিটে টিমো ওয়ার্নার লক্ষ্যভেদ করলে ২-০তে এগিয়ে যায় জার্মানরা।

তবে আফ্রিকান চ্যাম্পিয়ন ক্যামেরুন খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল ৭৮ মিনিটে ভিনসেন্ট আবুবাকারের লক্ষ্যভেদে ব্যবধান কমালে। কিন্তু সেই স্বপ্ন হাওয়ায় মিশে যায় ৮১ মিনিটে, যখন ওয়ার্নারের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে জার্মানি।

এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই ফাইনালে ওঠার লড়াইটা হবে তাদের মেক্সিকোর বিপক্ষে।

চিলির সেমিফাইনালে উঠার আনন্দ একই সময় শুরু হওয়া চিলি-অস্ট্রেলিয়ার ম্যাচটি ১-১ গোলে শেষ হলেও পয়েন্টে এগিয়ে থাকায় শেষ চার নিশ্চিত হয় কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের। শুরুতে এগিয়ে গিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়াই। তাতে সেমিফাইনালের স্বপ্নটাও জেগে উঠে এশিয়ান চ্যাম্পিয়নদের। জিতলেই যে নিশ্চিত হয়ে যেত শেষ চার। ৪২ মিনিটে জেমস ট্রইসির গোলটা অবশ্য পারেনি অস্ট্রেলিয়ানদের জেতাতে। ৬৭ মিনিটে মার্তিন রোদ্রিগেস লক্ষ্যভেদ করলে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যায় চিলি। ফাইনালে ওঠার লড়াইটা তাদের পর্তুগালের বিপক্ষে। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা