X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নতুন জুতা নিয়ে রাতে ঘুমাতেন জাহানারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৭, ১৩:৩৮আপডেট : ২৬ জুন ২০১৭, ১৩:৩৮

নতুন জুতা নিয়ে রাতে ঘুমাতেন জাহানারা ঈদের সময় ছোট-বড় সবারই চাই নতুন জামা-জুতা। ছোটদের আগ্রহ থাকে সবচেয়ে বেশি। আর তাই বাবা-মায়ের সঙ্গে দোকানে গিয়ে পছন্দের জামা কেনে সবাই। নতুন জামা সেলাই করতে কেউ বা উঁকি মারে দর্জির দোকানে। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমও এর ব্যতিক্রম ছিলেন না। অভিজ্ঞ এই ক্রিকেটারের ছোটবেলায় নতুন জামা ও ‍জুতার প্রতি ছিল বাড়তি আকর্ষণ।
ছোটবেলায় প্রতি ঈদেই বোন ও বান্ধবীদের সঙ্গে ঈদের পোশাক নিয়ে প্রতিযোগিতা চলতো জাহানারার। অবশ্য জামা-কাপড়ের তুলনায় ঈদের জুতার ব্যাপারে তার আগ্রহটা খানিকটা ছিল বেশি। কেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘পোশাক যেমনই হোক, তবে জুতাটা ভালো হওয়া চাই-ই চাই। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা কিনতাম। কেউ জুতায় হাত দিলে রং নষ্ট হওয়ার ভয়ে আমি নতুন জুতা নিয়েই রাতে ঘুমাতাম। এখন আগের আনন্দটা না থাকলেও জামার সঙ্গে মিল রেখে জুতা কেনার অভ্যাসটা ঠিকই আছে।’
এবারের ঈদের পরিকল্পনা নিয়ে মহিলা দলের এই ক্রিকেটার বলেছেন, ‘ঈদ নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা নেই। ঈদের দিন সকাল সকাল ওঠে নতুন জামা পড়ব। বান্ধবী কিংবা আত্মীয়দের বাসায় গিয়ে বেড়ানোর মধ্যে আনন্দ খুঁজে নেব। এই ঈদেও বাচ্চাদের মত করে শপিং করেছি।’
নতুন জুতা নিয়ে রাতে ঘুমাতেন জাহানারা এখনকার ঈদের আনন্দ উদযাপনে অনেক পরিবর্তন এসেছে। তাই এখন পাওয়ার চেয়ে কাউকে কিছু দেওয়ার মধ্যেই আনন্দ খুঁজে পান জাহানারা, ‘আগে সালামি পাওয়াতে অন্যরকম আনন্দ ছিল। এখন অবশ্য দেওয়াতে আনন্দ।’ সঙ্গে যোগ করলেন, ‘ছোটবেলায় নতুন জামা পড়ে বান্ধবীদের সঙ্গে রাস্তায় বের হওয়ার মধ্যে অন্যরকম মজা ছিল। এখন এটা খুব বেশি মিস করি। তারপরও ঈদের দিনটা ভালোভাবেই কেটে যাবে বলে আশা করি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া