X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হঠাৎ পাওয়া ‘বাতি জ্বলা’ জুতায় সাব্বিরের ঈদ আনন্দ

রবিউল ইসলাম
২৬ জুন ২০১৭, ২০:১১আপডেট : ২৬ জুন ২০১৭, ২০:১১

হঠাৎ পাওয়া ‘বাতি জ্বলা’ জুতায় সাব্বিরের ঈদ আনন্দ ‘খুব ইচ্ছে করে সেই দিনগুলোতে ফিরে যেতে, যখন অনেক কষ্ট করে আমার বাবা ঈদের আগের রাতে আমাকে বাতি জ্বলা জাম্প কেডস কিনে দিয়েছিল। আমি চাঁদরাতের সেই আনন্দ কোনও কিছুতে ভুলতে পারব না।’-কথাগুলো জাতীয় দলের বিস্ফোরক ব্যাটসম্যান সাব্বির রহমানের। ‘বাংলা ট্রিবিউন’কে ঈদ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগের সাগরে ডুব দিলেন এই ব্যাটসম্যান।

বন্ধুদের পায়ে বাতি জ্বলা জুতা দেখে মায়ের কাছে আবদার করেন সাব্বির। কিন্তু মা বোঝায় এই জুতার দাম অনেক বেশি, তাই কিনে দেওয়া সম্ভব নয়। সাব্বিরও নাছোড়বান্দা। জুতা জোড়া তার চাই-ই চাই। কেঁদে কেটে সাব্বির যখন জুতা জোড়া পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, তখনই চাঁদ রাতে সাব্বিরকে নিয়ে বাবা মার্কেটে গেলেন। কিনে দিলেন বাতি জ্বলা জাম্প কেডস। পুরনো সেই দিনগুলোতে ফিরে গেলেন সাব্বির আবারও, ‘ছোটবেলাতে সবার পায়ে দেখতাম বাতি জ্বলা জুতা। কেনার জন্য আব্বুর কাছে বায়না ধরেছিলাম। অনেক কান্নাকাটির পর আমার বাবা কিনে দিয়েছিলেন সেই জুতা। ওই জুতা জোড়া পাওয়ার আনন্দ আমি কোনও দিনই ভুলব না।’

কথাগুলো বলতে বলতে সাব্বির একটুখানি স্মৃতিকাতর হয়ে উঠলেন। এখন নিজেই বাবা-মাকে ঈদের খুশিতে ভাসান, এবারও কিনেছেন অনেক কিছু। এই দেওয়ার মাঝে যে কী আনন্দ, সেটা বোঝাতে পারলেন না কথা দিয়ে। শুধু বললেন, ‘ওই সময়ের কথা মনে পড়লে কিছুটা কষ্ট লাগে, আগে আমাদের শপিংগুলো হতো চাঁদরাতে। এর আগে শপিং করার বিষয়গুলো চিন্তাই করা যেত না। এখন তো দিন পাল্টেছে অনেক। এখন তাদের (বাবা-মা) জন্য আমি শপিং করি। খুব ভালো লাগে বাবা-মাকে কিছু দিতে পারছি বলে।’

হঠাৎ পাওয়া ‘বাতি জ্বলা’ জুতায় সাব্বিরের ঈদ আনন্দ ছোটবেলায় ঈদ সালামি পাওয়া নিয়েও সাব্বিরে রয়েছে মজার অভিজ্ঞতা। ‘বাংলা ট্রিবিউন’-এর সঙ্গে ভাগাভাগি করলেন এভাবে, ‘ছোটবেলায় ঈদের সালামী পাওয়া নিয়ে সবার বাড়িতে যাওয়া হতো। কত পাবো, এটা নিয়ে তো রীতিমতো গবেষণা হতো। পরে বাড়িতে এসে সন্ধ্যাবেলা হিসাব করে দেখতাম, কত পেলাম। এরপর এই টাকা দিয়ে খেলনা আরও কিছু কিনতাম।’ তবে এখন দেওয়াতেই বেশি আনন্দ পান সাব্বির, ‘গত কয়েক বছর ধরে সালামি নিয়ে নয়, দিয়েই বেশি আনন্দ পাই। কাজিন থেকে শুরু করে ছোটরা সবাই আশায় থাকে সাব্বির ভাই কিছু না কিছু দেবে।’

আগের চেয়ে ঈদের আনন্দ বদলে গেলেও এখন ভিন্নরকম আনন্দ খুঁজে পান সাব্বির। যেখানে নিজে পাওয়ার চেয়ে মা-বাবা-ভাই-বোনদের দেওয়াতেই যে বেশি আনন্দ তার, ‘একেবারে ছোটা বেলাতে ঈদের আনন্দ ছিল একেবারে ভিন্ন রকম। নতুন কাপড় পরব। বাবার হাত ধরে মেলায় যাব। সবকিছু মিলিয়ে ভিন্নরকম অনুভূতি ছিল। এখন সেটা পাওয়া যায় না। এখন সবই পাচ্ছি, তবে আগের মতো অনুভূতি আর আসে না।’ সঙ্গে যোগ করলেন, ‘ তবে ঈদের কাপড় কিংবা সালামি দেওয়ার মাঝে অনেক ভালো লাগা কাজ করে। এই ঈদে আমি মা-বাবার সহ পরিবারের সবার জন্যই ঢাকা থেকে কেনাকাটা করেছি।’

ব্যস্ততা যতই থাকুক, সব্বির মনে করেন ঘরের মানুষদের সঙ্গে ঈদের দিনটি না কাটালে যেন আনন্দটাই অপূর্ণ থেকে যায়। বিশেষ করে মায়ের হাতের খিচুরি ও গরুর মাংস ছাড়া সাব্বিরের ঈদই হয় না। তার ভাষায় যা এমন, ‘ঈদের দিন মায়ের হাতের সেমাইটা খেতে খুব পছন্দ করি। এছাড়া আমার মায়ের রান্না করা খিচুরি ও গরুর মাংস ছাড়া ঈদে কিছুতেই আমার পূর্ণতা আসে না।’

হঠাৎ পাওয়া ‘বাতি জ্বলা’ জুতায় সাব্বিরের ঈদ আনন্দ চ্যাম্পিয়নস ট্রফিতে সাব্বিরের পারফরম্যান্সটা খুব একটা ভালো হয়নি। অস্ট্রেলিয়া সিরিজের আগে এই ঈদের ছুটিতে এসব কিছু ভুলে থাকতে চান তিনি, ‘অনেক দিন পর লম্বা ছুটি পেয়েছি। তার মাঝখানে আবার ঈদ আছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ উপলক্ষ এই ঈদ। লম্বা ছুটি এবং ঈদের ছুটি কাজে লাগিয়ে একটু মজা করব। চ্যাম্পিয়নস ট্রফির খারাপ সময়টা এই ছুটিতে ভুলে যেতে চাই।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা