X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রশংসায় ভাসছেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৭, ১৬:৩০আপডেট : ২৯ জুন ২০১৭, ১৬:৩২

গোলপোস্টের নিচে অপ্রতিরোধ্য ছিলেন ব্রাভো ম্যানচেস্টার সিটি ভক্তদের আক্ষেপ বাড়িয়ে দিলেন ক্লাউদিও ব্রাভো। তাদের মুখে ঘুরেফিরে একটা প্রশ্ন- ‘কোথায় ছিলেন এই ব্রাভো?’ প্রিমিয়ার লিগে এ বছর মাত্র তিনটি গোল ঠেকাতে পেরেছেন ম্যানসিটি গোলরক্ষক, আর জাতীয় দলের জার্সিতে সেটা করলেন এক ম্যাচেই। তাও আবার সেমিফাইনালের মঞ্চে। বুধবার কনফেডারেশনস কাপে টাইব্রেকারে পর্তুগালকে বিদায় করতে তিনটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন ব্রাভো এবং চিলিকে নিয়েছেন ফাইনালে। আর ম্যানসিটিতে সমালোচিত এ গোলরক্ষক এখন ভাসছেন প্রশংসার মহাসাগরে।

চিলিয়ান মিডিয়ায় ‘বীর’ খেতাব পেয়েছেন ব্রাভো। প্রশংসিত হয়েছেন বিশ্ব সংবাদমাধ্যমেও। তবে তার বিশেষ গুণকীর্তন করেছেন কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ার পর ব্রাভো গোলপোস্টের নিচে দাঁড়িয়ে মুতিনহো, ন্যানি ও কারেসমাকে ঠেকিয়ে দেন। স্পট কিক থেকে চিলির গোল করেন আরতুরো ভিদাল, চার্লস আরাঙ্গুইজ ও অ্যালেক্সিস সানচেজ। তবে জয়ের নায়ক যে ব্রাভো, সেটা স্পষ্ট।

পিজ্জি সংবাদ সম্মেলনে প্রশংসায় ভাসালেন ব্রাভোকে, ‘সৌভাগ্যবশত পেনাল্টি শুটআউটে অসাধারণ ছিল ব্রাভো। যারা গোল করেছে তারাও চমৎকার ছিল। আমি মনে করি আমরা ফাইনালে যাওয়ার দাবিদার।’ প্রথম শটটি ঠেকানোর পর ভিদালের গোলে স্বস্তি ফিরেছিল চিলির কোচের মনে, ‘এ ধরনের পরিস্থিতিতে কেউ পড়তে চায় না। বোঝা যায় না কী ঘটতে যাচ্ছে। কিন্তু যখন ব্রাভো প্রথম চেষ্টা প্রতিহত করল এবং ভিদাল গোল করল, তখন আমরা কিছুটা স্বস্তি পেলাম।’

ব্রাভোর সামর্থ্যে অভিভূত পিজ্জি, ‘প্রতিপক্ষদের নিয়ে খুব ভালো বিশ্লেষণ করেছিল ব্রাভো। তার প্রস্তুতি ছিল অসাধারণ। এ কারণে আমরা জিততে পারলাম। এই দল ও এর খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। প্রত্যেক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বের অংশীদার হচ্ছি।’ গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা