X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেক্সিকোকে হারিয়ে তৃতীয় পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৭, ২১:০৬আপডেট : ০২ জুলাই ২০১৭, ২১:৫৭

ওচোয়াকে পরাস্ত করে সিলভার গোল মেক্সিকোর বিপক্ষে প্রথমে পেনাল্টি ব্যর্থতা, এর পর আত্মঘাতী গোল উপহার। কনফেডারেশন কাপে কোনও প্রাপ্তি ছাড়া দেশে ফিরতে যাচ্ছিল পর্তুগাল। তবে শেষ মুহূর্তে গোল দেয় তারা, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সব প্রতিকূলতা জয় করে ১২০ মিনিটের খেলা শেষে হেসেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরাই। রবিবার মেক্সিকানদের ২-১ গোলে হারিয়ে তৃতীয় হওয়ার সান্ত্বনা নিয়ে রাশিয়া ছাড়ছে পর্তুগাল।

মস্কোতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ছিলেন না পর্তুগালের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। যমজ সন্তানের মুখ দেখতে দেশে চলে গেছেন তিনি। তার বদলে একাদশে জায়গা হয় আদ্রিয়েন সিলভার। ১৬ মিনিটে তার কাঁধেই পড়ে পর্তুগালকে এগিয়ে নেওয়ার দায়িত্ব। মেক্সিকোর বক্সে রাফায়েল মারকেজের ফাউলের শিকার হওয়ার পর স্পট কিকও নেন তিনি। কিন্তু তার মাটি কামড়ানো শট দুর্দান্ত চেষ্টায় প্রতিহত করেন গোলরক্ষক গুইলেরমো ওচোয়া।

পর্তুগাল গোলরক্ষক প্যাট্রিসিয়ার অসাধারণ প্রতিরোধে মেক্সিকো এগিয়ে যেতে পারেনি ৩১ মিনিটে। হাভিয়ের হার্নান্দেজ তার বাঁ পায়ের শটে গোলমুখ খুলতে ব্যর্থ হন। তবে তার নৈপুণ্যে এগিয়ে যায় মেক্সিকো। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৪ মিনিটে বায়ার লেভারকুসেন স্ট্রাইকারের ডানপ্রান্ত থেকে নেওয়া শটটি অনিচ্ছাকৃতভাবে নিজেদের জালে ঠেলে দেন নেতো। এর পর ৬২ মিনিটে ওচোয়ার আরেকটি বিস্ময়কর প্রতিরোধ শেষে ১-০ গোলে জয়ের সুবাস পাচ্ছিল কনকাকাফ চ্যাম্পিয়নরা। কিন্তু অধিনায়ক পেপে সেটা হতে দেননি। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ২০১২ সালের জুনের পর প্রথম আন্তর্জাতিক গোলে সমতা ফেরান এ পর্তুগিজ ডিফেন্ডার।

অতিরিক্ত সময়ে আবারও পেনাল্টি পায় পর্তুগাল। মার্টিন্সের ফ্লিক লেয়ানের হাতে লাগলে স্পট কিক থেকে আবার শট নেন সিলভা। এবার আর ভুল করেননি তিনি। ওচোয়াকে ভুলদিকে ঝাঁপাতে বাধ্য করে ২-১ করেন রোনালদোর স্থলাভিষিক্ত এ ফরোয়ার্ড।

১০৬ মিনিটে সেমেদো ও ১১২ মিনিটে রাউল জিমেনেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দুই দল ১০ জন নিয়ে খেলেছে। কিন্তু স্কোর বদলায়নি। ১১৯ মিনিটে পেনাল্টির আবেদন করে ব্যর্থ হলে তর্ক করায় মেক্সিকোর কোচ ওসোরিওকে ডাগআউট থেকে তাড়িয়ে দেন রেফারি। বক্সের মধ্যে মোরেনোকে পেপের ওই ফাউলের দৃশ্য রেফারির চোখে পড়লে হয়তো টাইব্রেকারে গড়াত ম্যাচটি। গোল

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা