X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রোনালদোর বিপক্ষে খেলতে চান না কাসিমিরো

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ২০:৩৯আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২০:৫৩

রোনালদোর সঙ্গে কাসিমিরো সাও পাওলো থেকে ধারে আসেন রিয়াল মাদ্রিদে। যদিও মূল দলে সুযোগ হয়নি কাসিমিরোর। ২০১৩ সালে ধারে খেলতে এসেই অবশ্য নিজের প্রতিভার জানান দেন ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। মূল দলে জায়গা করে নিয়ে এখন জিনেদিন জিদানের রিয়ালে নিয়মিত মুখ তিনি। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ। খুব ভালো করেই তার জানা পর্তুগিজ উইঙ্গারের ব্যাপারে। তাই প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে চান না তিনি রোনালদোর সামনে।

সাও পাওলো দিয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা কাসিমিরো তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জিতেছেন ব্রাজিলের ‘বিশেষ’ এক পদক। ওই পুরস্কার অনুষ্ঠানেই তিনি কথা বলেছেন রোনালদোকে নিয়ে। কর ফাঁকির অভিযোগে মামলা হওয়ার পর পর্তুগিজ অধিনায়ক আর রিয়াল মাদ্রিদে থাকতে চাইছেন না- স্প্যানিশ মিডিয়ায় খবরটা শোনা যাচ্ছে অনেক দিন ধরে। যদিও ক্লাব সতীর্থ কাসিমিরো কোনোভাবেই চান না রোনালদো ছেড়ে যাক সান্তিয়াগো বার্নাব্যু। কেন চান না, সেটাও ব্যাখ্যা করেছেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমি চাই না তার মুখোমুখি দাঁড়াতে। আর এই কারণেই আমি চাই সে থাকুক (রিয়াল মাদ্রিদে)।’

গত চার বছরে তিনটি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন কাসিমিরো রিয়ালের জার্সিতে। কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথম দল হিসেবে মাদ্রিদের অভিজাতরা ধরে রেখেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। ফরাসি কিংবদন্তির কোচিংয়ে নিজেকে দিনে দিনে আরও বিকশিত করার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন কাসিমিরো, ‘জিদান অসাধারণ কোচ। তিনি আমাকে যা করতে বলেন, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। যেটা খেলোয়াড় হিসেবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে।’

চ্যাম্পিয়নস ট্রফি আগেই দুইবার জিতলেও লা লিগার শিরোপা অধরা ছিল কাসিমিরোর। এবার সেই অপূর্ণতাও দূর করেছেন তিনি। টানা দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপা জেতার আগে হাতে তুলেছেন স্প্যানিশ লিগের ট্রফি। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া