X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কলকাতা থেকে সরে যেতে পারে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৭, ২০:০২আপডেট : ১০ জুলাই ২০১৭, ২০:০৩

অ্যাতলেতিকো ডি কলকাতার শিরোপা উদযাপন এশিয়া অঞ্চলে নিজেদের নাম ছড়িয়ে দিতে ২০১৪ সালে ইন্ডিয়ান সুপার লিগের (আএসএল) সঙ্গী হয় অ্যাতলেতিকো মাদ্রিদ। যে পথে এগোতে চেয়েছিল স্প্যানিশ ক্লাবটি, তা পুরোপুরি সফল হয় টুর্নামেন্টের প্রথম মৌসুমেই অ্যাতলেতিকো ডি কলকাতা শিরোপা জিতলে। সবশেষ মৌসুমেও সাফল্য পাওয়ায় তিন বছরে দুই শিরোপা জিতেছে ক্লাবটি। তবে সাফল্যের এই পথচলাটা শেষ হয়ে যেতে পারে এ বছরই। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর, কলকাতা থেকে সরে আসার চিন্তা-ভাবনা করছে অ্যাতলেতিকো।

২০১৪ সালের ৭ মে কলকাতায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আইএসএলে নিজেদের যোগ হওয়ার ঘোষণা দেয় অ্যাতলেতিকো। তিন মৌসুমে দুটি শিরোপা জিতে সাফল্যের ভেলায় ভাসলেও ক্লাবের অন্য শেয়ারহোল্ডারদের সঙ্গে ‘মতবিরোধের’ কারণে আইএসএল থেকে সরে দাঁড়ানোর চিন্তা-ভাবনা করছে স্প্যানিশ দলটি। অ্যাতলেতিকো কর্তৃপক্ষ ‘মার্কা’কে নিশ্চিত করেছে, তারা কলকাতার ফ্র্যাঞ্চাইজি থেকে সরে আসার পরিকল্পনা করছে। তার কিছুটা নমুনাও পাওয়া গেছে অ্যাতলেতিকোর নিজস্ব ওয়েবসাইটের দিকে নজর দিয়ে। গত বছরের ১৮ ডিসেম্বরের পর অ্যাতলেতিকো ডি কলকাতা বিষয়ক কোনও খবর প্রকাশ পায়নি স্প্যানিশ ক্লাবটির ওয়েবসাইট থেকে।

সরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে আরেকটি ব্যাপার থেকে। দিন দুয়েক আগে কলকাতার ফ্র্যাঞ্চাইজি তাদের নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাশলে ওয়েস্টউডকে। অথচ ২০১৪ সালে আইএসএল শুরুর পর অ্যাতলেতিকো ডি কলকাতায় এই পদটি সামলাতেন স্প্যানিশ কেউ। ২০১৪ ও ২০১৫ সালে দায়িত্বে ছিলেন আন্তোনিও লোপেস, আর গত বছর ছিলেন ফ্রান্সিস্কো মোলিনা।

শুধু অ্যাতলেতিকো নয়, আইএসএলের ক্লাবটিতে কলকাতার পক্ষে সবচেয়ে বড় শেয়ারহোল্ডার সঞ্জীব গোয়েঙ্কাও নাকি হাঁটতে চাইছেন শুধু নিজেদের নিয়ে। কলকাতার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার পরিকল্পনা থেকেই তার এই ভাবনা। এখন দেখা যাক, কলকাতা থেকে অ্যাতলেতিকো নামটা সরে যায় কিনা! মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা