X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব যুব অ্যাথলেটিকসে বাংলাদেশের জহিরের কীর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৭, ২২:১০আপডেট : ১২ জুলাই ২০১৭, ২২:১১

মোহাম্মদ জহির রায়হান দক্ষিণ এশিয়ার বাইরের কোনও গেমসে গেলেই বাংলাদেশের অ্যাথলেটরা হারিয়ে ফেলেন নিজেদের। গত কয়েক বছরে ব্যর্থতার চিত্রটাই এসেছে ফিরে ফিরে। অতীতের সেই দৃশ্যগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে নাইরোবিতে কীর্তি গড়লেন মোহাম্মদ জহির রায়হান। কেনিয়ার শহরটিতে বসেছে বিশ্ব যুব অ্যাথলেটিকসের আসর, সেখানেই ৪০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের এই অ্যাথলেট।

বুধবার হিটে তৃতীয় হয়ে জায়গা করে নিয়েছেন ৪০০ মিটারের সেমিফাইনালে। এই কীর্তি গড়ার পথে জহির আবার নিজের রেকর্ড লিখেছেন নতুন করে। দৌড় শেষ করতে সময় নিয়েছেন তিনি ৪৮.০০ সেকেন্ড, যা তার ক্যারিয়ারসেরা টাইমিং। হিটে তার গ্রুপে তৃতীয় হলেও সবমিলিয়ে ১৪তম হয়েছেন জহির। নিয়ম অনুযায়ী হিটে প্রত্যেক গ্রুপের সেরা তিনজন জায়গা পায় পরের রাউন্ডে, সেই হিসেবে নিজেদের গ্রুপে তৃতীয় হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করেন ১৭ বছর বয়সী এই অ্যাথলেট।

১৯৯৮ সালের বিশ্ব যুব গেমসে ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফি সবশেষ বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছিলেন কোনও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। ১৯ বছর পর আবারও সেই মুহূর্ত ফিরিয়ে আনলেন জহির ৪০০ মিটারের সেমিফাইনাল নিশ্চিত করে। এ জন্য কাফি গর্ব করতেই পারেন, খেলোয়াড়ের পর এবার কোচ হিসেবে যে বাংলাদেশের অ্যাথলেটিকসে আরেকটি সুন্দর দিন উপহার দিলেন তিনি।

গেল মাসে ব্যাংককের এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে ৪৯.১২ সেকেন্ড সময় নিয়ে নাইরোবির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছিলেন জহির। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি তিনি। হিটে নিজের সেরাটা দিয়ে জায়গা করে নিয়েছেন ৪০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা