X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উইম্বলডন ফাইনালে ভেনাস-মুগুরুসা

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৭, ২২:২৮আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২২:৩২

ফাইনালে উঠার পর ভেনাসের উল্লাস উইলিয়ামস নামটি এবারের উইম্বলডন ফাইনালে থাকছে। রেকর্ড গ্র্যান্ড স্লাম জেতা সেরেনা উইলিয়ামস এ বছর অলইংল্যান্ড ক্লাবে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার বড় বোন ভেনাস ‘উইলিয়ামস’ বংশের নাম উজ্জ্বল রেখেছেন। বৃহস্পতিবার ব্রিটেনের শিরোপা স্বপ্ন ভঙ্গ করে শিরোপার লড়াই নিশ্চিত করেছেন ৩৭ বছর বয়সী। ফাইনালে ভেনাসের প্রতিপক্ষ ২০১৫ সালের ফাইনালিস্ট গারবিন মুগুরুসা।

১৯৭৭ সালের পর ব্রিটেনের প্রথম মেয়ে হিসেবে উইম্বলডন ফাইনাল খেলার স্বপ্ন দেখছিলেন ইয়োহানা কন্তা। কিন্তু ২৬ বছর বয়সী ষষ্ঠ বাছাই পাত্তা পেলেন না সেমিফাইনালে। তাকে সরাসরি সেটে হারিয়ে দিলেন ভেনাস। ৬-৪, ৬-২ গেমের দাপুটে জয়ে ৩৭ বছর বয়সী নিশ্চিত করেছেন ক্যারিয়ারের নবম গ্র্যান্ড স্লাম ফাইনাল। টেনিসের বড় প্রতিযোগিতায় ৮ বছর পর প্রথম ফাইনাল খেলতে যাচ্ছেন ভেনাস। তার ৭ গ্র্যান্ড স্লাম শিরোপার সর্বশেষটি এসেছিল এই উইম্বলডনে, ২০০৮ সালে।

১৯৯৪ সালে মার্টিনা নাভ্রাতিলোভার পর সবচেয়ে বয়সী গ্র্যান্ড স্লাম ফাইনালিস্টের মর্যাদা পেলেন ভেনাস। উইম্বলডনের ৫ বারের চ্যাম্পিয়ন অষ্টম গ্র্যান্ড স্লাম হাতে নিতে আশাবাদী। অলইংল্যান্ড ক্লাবে ৯টি ফাইনাল খেলা ভেনাস বলেছেন, ‘আমি এখানে অনেক ফাইনাল খেলেছি। আরেকটি হবে চমৎকার। আমি আমার সবটুকু দেব।’

দাপটে জিতলেন মুগুরুসা শনিবার ফাইনালে ভেনাসের প্রতিপক্ষ মুগুরুসা। ২০১৬ সালের ফ্রেঞ্চ ওপেনজয়ী স্প্যানিশ তারকা মাত্র ৬৪ মিনিটে নিশ্চিত করেছেন উইম্বলডনের দ্বিতীয় ফাইনাল। দুই বছর আগে ভেনাসের ছোট বোনের কাছেই প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা হাতছাড়া হয়েছিল মুগুরুসার। তিনি বৃহস্পতিবারের সেমিফাইনালে হারিয়েছেন র‌্যাংকিংয়ের ৮৭ নম্বরে থাকা মাগদালেনা রিবারিকোভাকে। ৬-১, ৬-১ গেমে জেতার পর উইম্বলডনের কোর্টে শেষ বাধা পেরোতে আত্মবিশ্বাসের কমতি নেই মুগুরুসার, ‘আমি নিশ্চিতভাবে ভালো খেলেছি। সে (রিবারিকোভা) পুরো টুর্নামেন্টে অনেক ভালো খেলেছিল। কিন্তু আমি ছিলাম অনেক আত্মবিশ্বাসী’। বিবিসি, ইয়াহু স্পোর্টস

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!