X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ক্ষমা চাইতে হবে বরিশাল বুলসের কর্ণধারকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৭, ২০:৫৬আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৭:০৯

ক্ষমা চাইতে হবে বরিশাল বুলসের কর্ণধারকে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মুশফিকুর রহিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন বরিশাল বুলসের কর্ণধার এম এ আউয়াল চৌধুরী বুলু। মুশফিকের অধিনায়কত্বের পাশাপাশি তার শৃঙ্খলাবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু বিপিএলের দলটির মালিকই নন, বুলু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকও। তাই এমন অভিযোগে বিস্ময় প্রকাশ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘একজন টেস্ট অধিনায়ককে অসম্মান করায় অবশ্যই তাকে (বুলুকে) ক্ষমা চাইতে হবে। এ বিষয়ে সব কিছু শুনতে তাকে ডাকা হবে। তাকে আমরা শো-কজ করবো!  ঠিকঠাক উত্তর না পেলে আমরা এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেও ব্যবস্থা নেবো। শাস্তিটা আর্থিক কিংবা অন্য কিছুও হতে পারে। তাকে ক্ষমা চাইতেই হবে। মুশফিকের খারাপ লাগা খুবই স্বাভাবিক। একজন বোর্ড পরিচালক হিসেবে তিনি এভাবে বলতে পারেন না।’

মুশফিকের বিরুদ্ধে করা আপত্তিকর মন্তব্য শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের অফিসে বসে শুনেছেন ইসমাইল হায়দার মল্লিক। জাতীয় দলের একজন খেলোয়াড় সম্পর্কে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি, ‘আমি এবং আমাদের সিইও বসে পুরো ভিডিওটা দেখেছি। এটা আমাদের কাছেও শোভন মনে হয়নি। উনি (বুলু) যেভাবে বলেছেন, তা একদমই গ্রহণযোগ্য নয়। জাতীয় দলের একজন খেলোয়াড় সম্পর্কে প্রকাশ্যে এভাবে কথা বলার অধিকার আমরা কাউকে দেইনি।’

বিপিএলের কিছু নিয়ম-কানুন আছে জানিয়ে ইসমাইল হায়দার মল্লিক আরও বলেছেন, ‘যারা বিপিএলে দল গড়বে, তাদের নিয়ম মেনেই চলতে হবে। খেলোয়াড়দের নিয়ে কোনও অভিযোগ থাকলে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জানাতে হবে। তারাই খতিয়ে দেখবে বিষয়টি সত্যি না মিথ্যা। খেলোয়াড়রা কোনও ভুল করলে তা দেখবে বোর্ড। খেলোয়াড়দের ভুলের বিষয়ে বলার অধিকার কোনও ফ্র্যাঞ্চাইজির নেই।’

এ বিষয়ে জানতে আউয়াল চৌধুরী বুলুর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

/আরআই/এএআর/

আরও পড়ুন:



কষ্টে-অভিমানে কাঁদলেন মুশফিক

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’