X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘হোম কন্ডিশন’ কাজে লাগাতে চান তাইজুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৭, ২১:৫১আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২১:৫২

তাইজুল ইসলাম গত বছর প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, আর এবার অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট ক্রিকেটে বড় এক পদক্ষেপ ফেলেছিল বাংলাদেশ। এবার ইংল্যান্ডের ‘চিরশত্রু’ অস্ট্রেলিয়া টাইগারদের প্রতিপক্ষ। দুই টেস্টের সিরিজে ‘হোম কন্ডিশনে’র সুবিধা নেওয়ার পরিকল্পনা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের।

ক্রিকেটারদের দেনা-পাওনা নিয়ে ঝামেলায় অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর এখনও নিশ্চিত নয়। সবকিছু ঠিক থাকলে ১৮ আগস্ট অতিথিদের ঢাকায় আসার কথা। টাইগাররা অবশ্য বসে নেই, অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু করে দিয়েছে ফিটনেস ক্যাম্প। শনিবার সেই ক্যাম্পে ১৩টি টেস্ট ও চারটি ওয়ানডে খেলা তাইজুল সাংবাদিকদের বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে যে ধরনের উইকেটে খেলেছিলাম, তেমন উইকেট হলেই আমাদের জন্য ভালো হয়। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সুযোগ তৈরি করতে চাই আমরা।’

তিনি আরও বলেছেন, ‘আমরা দেশের মাটিতে খেলার সুবিধা নিতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেছিলাম। দুই টেস্টের মধ্যে একটা জিতেছিলাম। ওই সিরিজে স্পিনাররা ভালো খেলেছিল। আশা করি, অস্ট্রেলিয়া সিরিজেও তারা ভালো করবে।’

ওয়ানডেতে অনিয়মিত হলেও টেস্ট দলের তিনি নিয়মিত সদস্য। ইদানীং সাদা পোশাকের ক্রিকেটে তার পারফরম্যান্সও ভালো। সর্বশেষ চার টেস্টে ১২ উইকেট নেওয়া তাইজুলের কণ্ঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করার প্রত্যয়, ‘অবশ্যই দলের চাহিদা মতো পারফরম করতে চাই। চেষ্টা করবো সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার।’

তবে শুধু বোলিং নয়, ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে তিনি আশাবাদী, ‘ব্যাট করার সুযোগ পেলে অবশ্যই ভালো করার চেষ্টা করবো। ব্যাটিং নিয়ে কাজ করছি। ব্যাটিং ভালো হলে হয়তো টেস্টের মতো অন্য ফরম্যাটেও নিয়মিত খেলার সুযোগ পাবো।’

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও তা নিয়ে একদমই চিন্তিত নন তাইজুল, ‘ওদের আসা নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা শুধু নিজেদের অনুশীলন নিয়ে চিন্তা করছি। সবাই ফিটনেসের উন্নতির জন্য কাজ করছে। কারণ, সামনে আমাদের অনেক খেলা।’

/আরআই/এএআর/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা