X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিশ্বাসই হচ্ছে না ফেদেরারের

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ২২:১৫আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২২:২৫

ট্রফি হাতে হাস্যোজ্জ্বল ফেদেরার উইম্বলডনে গত বছর মিলোস রাওনিচের বিপক্ষে পাঁচ সেটের ম্যারাথন সেমিফাইনাল লড়াইয়ে হেরে গিয়েছিলেন রজার ফেদেরার। মৌসুম শেষ হয়ে গিয়েছিল হাঁটুর চোটে। আর কোনোদিন উইম্বলডন ফাইনালে ওঠার স্বপ্ন দেখেননি ৩৫ বছর বয়সী। কিন্তু বছরটা তার শুরু হলো স্বপ্নের মতো, অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। ফ্রেঞ্চ ওপেনে না খেলে বিশ্রাম নিয়ে আরেকটা রাজকীয় প্রত্যাবর্তন হলো তার উইম্বলডনে। রেকর্ড অষ্টম উইম্বলডন শিরোপা হাতে নেওয়াটা তাই অবিশ্বাস্য ঠেকছে ফেদেরারের কাছে।

শনিবার মারিন চিলিচকে হারিয়ে এককভাবে সবচেয়ে বেশি উইম্বলডন শিরোপা হাতে নিলেন সুইস তারকা। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী পুরুষ খেলোয়াড় হিসেবে উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন তিনি। ম্যাচ জয়ের পর আপ্লুত ফেদেরার ৫ বছর পর অল ইংল্যান্ড ক্লাবে ট্রফি হাতে নেওয়ার পর আবেগ ধরে রাখতে পারলেন না অশ্রুসিক্ত ফেদেরার, ‘এটা অবিশ্বাস্য যে আমি এত বড় কিছু অর্জন করতে পেরেছি। গত বছরের পর আমি নিশ্চিত ছিলাম না যে এখানে আরেকটি ফাইনাল খেলব। এর আগে দুটি ফাইনালে উঠেও নোভাকের (জোকোভিচ) কাছে হেরে যাই। কিন্তু আমি সবসময় নিজের উপর বিশ্বাস রাখতাম। সেই বিশ্বাস ধরে রেখেছি এবং এখানে ফেরার স্বপ্ন দেখতাম। আজ আমি এখানে অষ্টম শিরোপা জিতলাম। চমৎকার, বিশ্বাস রাখতে পারলে জীবনে আপনি অনেক দূর যেতে পারবেন।’

নিজের ফর্ম ধরে রাখতে লম্বা সময়ের জন্য এবার বিশ্রাম নিতে চান ৩৫ বছর বয়সী, ‘আমি এবার আরও কিছু সময় বিশ্রাম চাই।’ স্বাস্থ্যই সকল সুখের মূল, এমন বিশ্বাস ফেদেরারের, ‘আমি জানি না প্রত্যেকবার ফেরার পর এমন চমৎকার কিছু করতে পারব কি না। তবে ট্রফি জেতার চেয়ে সুস্থ থাকাটা অনেক বেশি দরকার। এখানে ফিরে ট্রফি জিতে খুব ভালো লাগছে, কোনও সেট না হারা দুর্দান্ত ব্যাপার। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। সত্যিই, এটা অনেক বেশি হয়ে গেল।’ রেকর্ড গড়ার পথে এমন সব দর্শনীয় শট খেলেছেন ফেদেরার ফেদেরারের জয়ের সাক্ষী ছিল তার পুরো পরিবার। স্ত্রী মিরকার সঙ্গে এসেছিল চার সন্তান। ৩ বছরের যমজ ছেলে প্রথমবার বাবার হাতে দেখল উইম্বলডন শিরোপা। কেমন লাগছে? হেসে ফেদেরারের উত্তর, ‘আমার মনে হয়, দুই ছোট ছেলে এখন শুধু এতটুকুই ভাবছে- কী সুন্দর জায়গা, কত সুন্দর মাঠ। আশা করি একদিন তারা বুঝবে। আমার পরিবারের জন্য এটা চমৎকার মুহূর্ত।’  

ফাইনালের আগে গুঞ্জন উঠেছিল- উইম্বলডনে সবচেয়ে বেশি শিরোপাজয়ী হিসেবে পিট সাম্প্রাসকে পেছনে ফেলার পর অবসর নেবেন ফেদেরার। এ ব্যাপারে আশার বাণী শোনালেন সুইস তারকা, ‘আশা করি এটা আমার শেষ ম্যাচ নয়। আগামী বছর এখানে ফিরব আশা করছি। শিরোপা ধরে রাখতে চাই।’ নবম উইম্বলডন জয়ের স্বপ্ন এখনই দেখতে শুরু করেছেন ফেদেরার। বিবিসি, ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক