Vision  ad on bangla Tribune

শীর্ষেই আছেন মারে

স্পোর্টস ডেস্ক১৫:৫৭, জুলাই ১৭, ২০১৭

শীর্ষেই আছেন মারে উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেও ছেলেদের র‌্যাংকিংয়ে শীর্ষেই আছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। আর উইম্বলডনের রেকর্ড অষ্টম শিরোপা জিতে তৃতীয় স্থানে উঠে এসেছেন রজার ফেদেরার।

মেয়েদের র‌্যাংকিংয়েও এগিয়েছেন আরেক ব্রিটিশ তারকা জোহানা কন্তা। ক্যারিয়ার সেরা চতুর্থ র‌্যাংকিংয়ে স্থান পেয়েছেন তিনি। সেমিফাইনালে দুর্দান্তভাবে পৌঁছালেও ভেনাস উইলিয়ামসের কাছে হেরে বিদায় নিতে হয় তাকে।

সোমবার ঘোষিত র‌্যাংকিংয়ে মারের পরেই আছেন নাদাল। নারীদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন ক্যারোলিনা প্লিসকোভা। উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হারার পরও শীর্ষে আছেন তিনি। শিরোপা জেতা গারবিন মুগুরুজা আছেন পঞ্চমে। রানার্স আপ হওয়া ভেনাস উঠে এসেছেন শীর্ষ দশে। আছেন নবম স্থানে।

র‌্যাংকিং রেটিংয়ের যেই অবস্থা তাতে বছর শেষে এক নম্বর হওয়ার দৌড়ে আছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।  শেষ পর্যন্ত কে হন, সেটাই এখন দেখার বিষয়।

/এফআইআর/

ULAB

লাইভ

টপ