X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় কলম্বো টেস্ট

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৭, ১৯:১৭আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৯:৩৩

দিমুথ করুণারত্নেকে আউটের পর জিম্বাবুয়ের উদযাপন ৯ নম্বরে নেমে ব্যাট হাতে করলেন ৪৮ রান। আর বল হাতে তুলে নিলেন গুরুত্বপূর্ণ ২ উইকেট- সত্যিকার অধিনায়কের মতো সামনে থেকে নেতৃত্ব দেওয়া গ্রায়েম ক্রেমার এখনও স্বপ্ন দেখিয়ে চলেছেন জিম্বাবুয়েকে। ওয়ানডে সিরিজ জেতার পর একমাত্র টেস্টেও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নতুন ইতিহাস লিখতে কলম্বো টেস্টের শেষ দিনে সফরকারীদের চাই ৭ উইকেট। বিপরীতে শ্রীলঙ্কার দরকার ২১৮ রান। কলম্বো টেস্টের সব রোমাঞ্চ তাই জমা থাকল শেষ দিনের জন্য।

চতুর্থ দিন শেষে ৪৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান করা লঙ্কানদের জিততে হলে আবার লিখতে হবে নতুন ইতিহাস। চতুর্থ ইনিংসে ব্যাট করে ৩৮৮ রান তাড়া করে কোনও দলের জয়ের রেকর্ড নেই শ্রীলঙ্কার মাটিতে। সেই হিসাব সামনে আনলে জিম্বাবুয়ের দিকেই পাল্লা রয়েছে ভারী। তবে ৭ উইকেট হাতে থাকায় লঙ্কানদেরও পিছিয়ে রাখা যাচ্ছে না। এর ওপর আবার পঞ্চম দিনের খেলার শুরু করবেন ৬০ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস ও অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৭*)।

৬ উইকেটে ২৫২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা জিম্বাবুয়েকে বড় সংগ্রহ এনে দেন সিকান্দার রাজা। আগের দিন ৯৭ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে খেলেছেন ১২৭ রানের কার্যকরী এক ইনিংস। টপ অর্ডারের ব্যর্থতার মাঝে একা হাতে লড়ে যাওয়া এই ব্যাটসম্যানের সঙ্গে জ্বলে উঠছিল লোয়ার অর্ডার। ম্যালকম ওয়ালারের ৬৮ ও ক্রেমারের ৪৮ রান জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে এনে দেয় ৩৭৭ রান। যাতে অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কার দিকে ছুড়ে দেয় তারা ৩৮৮ রানের লক্ষ্য।

সেই লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দিমুথ করুণারত্নে ও উপুল থারাঙ্গা যোগ করেন ৫৮ রান। ব্যাট হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্রেমার ২৭ রান করা থারাঙ্গাকে ফেরালে শ্রীলঙ্কা হারায় প্রথম উইকেট। অবশ্য নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে নিয়ে আবার ঘুরে দাঁড়ান করুণারত্নে। ভালোই খেলছিলেন, কিন্তু হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে শন উইলিয়ামসের বলে বোল্ড হয়ে গেলে ভাঙে তাদের জুটি। দিনেশ চান্ডিমালকেও (১৫) বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ক্রেমার। যদিও দাঁড়িয়ে যান মেন্ডিস, ৮৫ বলে হার না মানা ৬০ রানের ইনিংস খেলে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি শ্রীলঙ্কাকে। তার সঙ্গে শেষ দিন শুরু করা ম্যাথুজ নিজের খেলাটা ঠিক মতো খেলতে পারলে জয়ের পাল্লাটা ভারী হতে পারে শ্রীলঙ্কার দিকেই।

তবে শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ইনিংসের ইতিহাস সঙ্গ দিচ্ছে আবার জিম্বাবুয়েকে। কলম্বো টেস্টের সব রোমাঞ্চ জমা থাকল তাই শেষ দিনের জন্য। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

(চতুর্থ দিন শেষে)

জিম্বাবুয়ে : ৩৫৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৭.১ ওভারে ৩৭৭ (সিকান্দার ১২৭, ওয়ালার ৬৮, ক্রেমার ৪৮, মুর ৪০; হেরাথ ৬/১৩৩, দিলরুয়ান ৩/৯৫)।

শ্রীলঙ্কা : ৩৪৬ ও দ্বিতীয় ইনিংসে ৪৮ ওভারে ১৭০/৩ (কুশল ৬০*, করুণারত্নে ৪৯, থারাঙ্গা ২৭, ম্যাথুজ ১৭*, চান্ডিমাল ১৫; ক্রেমার ২/৬৭)।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!