X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কোরিয়ায় দুই গোলে পিছিয়ে পড়েও কৃষ্ণাদের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ২১:৪৮আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২১:৫২

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দল ৭৩ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ২-০ গোলে। হারটা তাই চোখ রাঙাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দলকে। যদিও লড়াই চালিয়ে ঠিকই ঘুরে দাঁড়ায় কৃষ্ণারা। দক্ষিণ কোরিয়ায় তৃতীয় প্রস্তুতি ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও সানজিদা আকতার ও শামসুন্নাহারের লক্ষ্যভেদে স্বাগতিক হাওয়াচিয়ন ইনফরমেশন ইন্ডাস্ট্রি হাইস্কুলের মেয়েদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সফরকারীরা।

সোমবার পাজুর ম্যাচে ২৭ মিনিটে লিড নেয় কোরিয়ার দলটি থাপুর লক্ষ্যভেদে। ওই গোলের লিড নিয়েই বিরতিতে গিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও পারফরম্যান্সের ধারা সচল রেখে ২-০ গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়ার দলটি ৬৩ মিনিটে চিম চিং উ জাল খুঁজে পেলে। বাংলাদেশের মেয়েদের ঘুরে দাঁড়ানোটা তাই কঠিন হয়ে যায় আরও।

যদিও হারের আগে হার মেনে নেয়নি কৃষ্ণারা। দুর্দান্ত ফুটবলে ঠিকই ঘুরে দাঁড়ায় ৭৩ মিনিটে সানজিদা লক্ষ্যভেদ করলে। মিনিট পাঁচেক পর আবারও গোলোৎসবে মাতে লাল-সবুজরা শামসুন্নাহার জাল খুঁজে পেলে। তার এই লক্ষ্যভেদেই সমতায় ফেরে সফরকারীরা।

শুধু সমতায় ফেরা নয়, এগিয়ে যাওয়ার দারুণ সুযোগও তৈরি করেছিল কৃষ্ণা-মার্জিয়ারা। কিন্তু ফরোয়ার্ডের খেলোয়াড়রা সুযোগগুলো ঠিকমতো কাজে লাগাতে না পারায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। তবে এই ড্র সফরকারীদের জন্য জয়ের চেয়ে কোনও অংশে কম নয়, যেখানে ৭৩ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ২-০ গোলে।

সামনের সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দক্ষিণ কোরিয়া সফরে গেছে কৃষ্ণারা। সফরের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েরা মাঠে নামবে বুধবার।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি