X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেইমারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নয় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০১৭, ১২:২৮আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১২:৩৬

নেইমারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নয় বার্সেলোনা গত অক্টোবরে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তি করলেও নেইমারকে নিয়ে বার্সেলোনায় চলছে এক ধরনের অস্থিরতা। যেটা তৈরি করছে বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদমাধ্যম। তাদের দাবি- ন্যু ক্যাম্পে লিওনেল মেসির ছায়ায় থাকতে হচ্ছে, তাই ‘অস্বস্তিতে’ দিন কাটাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অন্য কোথাও যাওয়ার সুযোগ খুঁজছেন তিনি। এএস তো তাদের রিপোর্টে প্রকাশ করে ফেলেছে নেইমারের গন্তব্য। অবশ্য এসব খবরকে ভিত্তিহীন বলে প্রতিষ্ঠা করছে বার্সেলোনা। সান্তোসের সাবেক ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে ক্লাব এতটুকু উদ্বিগ্ন নয় জানালেন ক্লাবটির মুখপাত্র হোসেপ ভিভেস।

গত বছরের নতুন চুক্তিতে নেইমারকে ধরে রাখতে বার্সেলোনা তার রিলিজ ক্লস ঠিক করেছিল ২২২ মিলিয়ন ইউরো। ন্যু ক্যাম্পে চুক্তিবদ্ধ থাকাকালে ব্রাজিলিয়ানকে নিতে গেলে বিশ্ব রেকর্ডের দ্বিগুণ পরিমাণ খরচ করতে হবে আগ্রহী ক্লাবকে। কিন্তু শোনা যাচ্ছে, প্যারিস সেন্ত-জার্মেই সেটা দিতে প্রস্তুত। কাতালান সংবাদমাধ্যম স্পোর্তো জানিয়েছে, মেসির ছায়া থেকে নেইমারের বেরিয়ে আসার সময় হয়েছে মনে করেন তার উপদেষ্টারা। মাদ্রিদের সংবাদপত্র এএস লিখেছে, আগামী সপ্তাহে পিএসজি মালিক নাসের আল-খেলাইফির সঙ্গে এ ব্যাপারে কথা বলতে যাবেন তার বাবা।

তবে নেইমার অন্য কোথাও তার ভবিষ্যৎ গড়তে যাচ্ছেন এমন খবরেও নিরুদ্বেগ বার্সেলোনা। ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের চালচলন দেখে তারা আত্মবিশ্বাসী, ‘ক্লাবের অন্যতম প্রতীক’ হয়ে ন্যু ক্যাম্পে থাকবেন তিনি। ভিভেসের দৃঢ় বিশ্বাস, নতুন কোচ এর্নেস্তো ভালভারদের অধীনে খেলবেন নেইমার। তাকে অন্য কোথাও বিক্রি করে দেওয়াটা কল্পনাতীত।

গত এক বছরে দলের রেকর্ড রাজস্ব লাভের ঘোষণার দিন সংবাদ সম্মেলনে ভিভেস বলেছেন, ‘আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নেইমার এখানে সুখে আছে। চমৎকার একটা মৌসুম সে পার করেছে এবং এখনও সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

নেইমারের আচার আচরণেও কোনও ধরনের অস্থিরতা দেখছেন না বার্সেলোনার এ কর্মকর্তা, ‘সে ক্লাবে সুখী এবং ক্লাবও তাকে পেয়ে খুশি। সেও এটা বলেছে এবং তার আচরণে সেই প্রকাশটা আছে। আমরা এনিয়ে নির্ভার। গতবারের চেয়ে নতুন মৌসুম সে আরও ভালো খেলবে আশা করি আমরা। তার মতো সেরা খেলোয়াড়কে শুধু রেখে দেওয়ার কথাই ভাবতে পারে ক্লাব। তাকে বিক্রি করে দেওয়া ক্লাবের জন্য কল্পনাতীত ব্যাপার। সে আমাদের মূল প্রতীকদের একজন।’ গোল, ইএসপিএনএফসি, মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা