X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বার্সেলোনাতেই ভালো আছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১৯:০২আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৯:৪৭

নেইমার নেইমারের প্যারিস সেন্ত জার্মেইয়ে যাওয়ার গুঞ্জন উড়াউড়ি করছিল বেশ কিছুদিন ধরে। ফরাসি ক্লাবটি ব্রাজিলিয়ান তারকার জন্য বার্সেলোনার কাছে প্রস্তাব করেছিল বলেও খবর ছিল স্প্যানিশ মিডিয়ায়। মঙ্গলবার সেই গুঞ্জনের পালে আরও জোরে হাওয়া লাগায় ব্রাজিলিয়ান এক টেলিভিশন। ‘এস্পোর্তে ইন্তারতিভো’ নামের সংবাদমাধ্যমটির বোমা ফাটানো খবরে নড়েচড়ে বসে ফুটবল বিশ্ব। তাদের দাবি ছিল, পিএসজির দেওয়া বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরোর প্রস্তাবে রাজি হয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এ ব্যাপারে কোনও মন্তব্য না করলেও ‘গোল ডটকম’কে জানিয়েছেন, বার্সেলোনাতেই সুখে আছেন তিনি।

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। শুরুতে খুব একটা সুবিধা করতে না পারলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন কাতালান ক্লাবটির সঙ্গে। ক্লাব ও বার্সেলোনার বাইরের পরিবেশের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন বলেই জানিয়েছেন ‘গোল ডটকম’কে। প্রথমেই নিশ্চিত করেছেন তিনি, ‘বার্সেলোনায় সুখেই আছি আমি।’ সেই সঙ্গে জানিয়ে রেখেছেন, ‘গত মৌসুমটা ছিল এই ক্লাবে (বার্সেলোনায়) আমার সেরা মৌসুম।’

সবশেষ মৌসুমে কোপা দেল রে ছাড়া আর কোনও শিরোপা জিততে পারেননি নেইমার। লা লিগার শিরোপা জেতার দৌড়ে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থেকে রানার্স-আপ হতে হয়েছিল বার্সেলোনাকে। আর চ্যাম্পিয়নস লিগে তাদের দৌড় থামে কোয়ার্টার ফাইনালে। নেইমারের বীরোচিত পারফরম্যান্সেই পিএসজির বিপক্ষে অসম্ভব ম্যাচ জিতে শেষ আটে উঠেছিল কাতালান ক্লাবটি। পারফরম্যান্সের এই ধারা সচল রাখতে চান তিনি বার্সেলোনার জার্সিতেই, ‘এই শহর ও ক্লাবের সঙ্গে দারুণভাবে নিজেকে মানিয়ে নিয়েছি, যাতে আমি খুশি। যেটা আমাকে আরও ভালো পারফরম করতে সাহায্য করবে।’

গত মৌসুমে শিরোপা জিতেছেন মোটে একটি, নেইমার তবু সন্তুষ্ট নিজের পারফরম্যান্সে, ‘গত মৌসুমে মাঠে আমি দারুণ স্বস্তি নিয়ে খেলেছি, সেটা এমনকি সব শিরোপা জিততে না পারলেও।’ নতুন মৌসুমে নিজের লক্ষ্যের কথা জানাতেও ভুল হলো না ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের, ‘আমরা দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি, যেগুলো ভোলার নয়। ২০১৭-১৮ মৌসুম যাতে ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সে আরও সাফল্যময় হয়, সেই লক্ষ্যেই কাজ করছি এখন।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না