X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অপেক্ষা করতে সমস্যা নেই সাইফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ২০:৫০আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২০:৫৪

মোহাম্মদ সাইফউদ্দিন বাংলাদেশে পেস বোলিং অলরাউন্ডারের অভাব অনেক দিনের। সেই অভাব দূর করতে  পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডানহাতি পেস যেমন কার্যকর, তেমনি বাঁহাতি ব্যাটিংয়ে যে কোনও সময় ঝড় তুলতে তিনি পারদর্শী। হাইপারফরম্যান্স বা এইচপি দলের সঙ্গে সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরে উজ্জ্বল ছিল তার পারফরম্যান্স। দুটি টি-টোয়েন্টি খেললেও জাতীয় দলে জায়গা পাকা করতে পারেননি সাইফ। তবে তা নিয়ে চিন্তিত নন এই তরুণ অলরাউন্ডার। এ ব্যাপারে তিনি বরং ‘ধীরে চলো’ নীতিতে বিশ্বাসী।
অস্ট্রেলিয়ার ডারউইনে সব ম্যাচ জিতে সম্প্রতি দেশে ফিরেছে এইচপি দল। দলের মতো সাইফের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। নর্দার্ন টেরিটরি একাদশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০৪ রানের দারুণ ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান তারই। ওয়ানডে সিরিজে চারটি উইকেটও নিয়েছেন তিনি। শিষ্যর এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত এইচপি দলের কোচ সাইমন হ্যালমট। তার আশা, ভবিষ্যতে টাইগারদের হয়েও আলো ছড়াবেন সাইফ।
তবে সাইফ এখনই জাতীয় দল নিয়ে ভাবছেন না। আপাতত তার লক্ষ্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করা। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘জাতীয় দলে সবাই খেলতে চায়, আমিও চাই। কিন্তু আমি এখনই ওখানে ফোকাস করতে চাই না। আমি এখন এইচপি দলে আছি, এখানেই যতটা সম্ভব উন্নতির চেষ্টা করছি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই।’
বছর দেড়েক আগে বাংলা ট্রিবিউনকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে বলেছিলেন, তার প্রিয় ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারও ডানহাতি পেসার এবং বাঁহাতি ব্যাটসম্যান বলে তাকে অনুসরণ করে ‘বাংলাদেশের কোরি অ্যান্ডারসন’ হওয়ার স্বপ্ন সাইফের।
লক্ষ্যের পথে অবিচল সাইফ অস্ট্রেলিয়া সফরের সেঞ্চুরিটা নিয়ে তৃপ্ত, ‘প্রথম দুই ওয়ানডেতে ইনিংসের শেষ দিকে ব্যাট করার সুযোগ পেয়েছিলাম। তাই তৃতীয় ম্যাচে টিম লিস্টের ব্যাটিং অর্ডারে যখন ৫ নম্বরে আমার নাম দেখলাম, তখনই আত্মবিশ্বাসী হয়ে উঠি। ওই ম্যাচে দ্রুত কয়েকজন আউট হয়ে গেলে আমার ওপর দলকে টেনে নেওয়ার দায়িত্ব পড়ে। শুরু থেকেই দলকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আর তাতে সফলও হয়েছি।’
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তার ব্যাটিং বেশ ভালো। ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ পেলে কোন পজিশন পছন্দ এমন প্রশ্নে সাইফের মন্তব্য, ‘আমি বয়সভিত্তিক দলগুলোতে ৫ থেকে ৭ নম্বরে খেলেছি। হয়তো টিম কম্বিনেশনের কারণে এখন ৭ থেকে ৯ নম্বরে ব্যাট করতে হচ্ছে। আমি ব্যাটিংয়ে আরও উন্নতি করতে চাই, যেসব দুর্বলতা আছে কাটিয়ে উঠতে চাই। টিম ম্যানেজমেন্ট যেখানে সুযোগ দেবে, আমি সেখানেই খেলতে প্রস্তুত। আমি সব পজিশনে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাই।’
নিজে অলরাউন্ডার বলে এ ব্যাপারে বাড়তি দায়িত্ব অনুভব করেন তিনি, ‘যেহেতু আমি একজন অলরাউন্ডার, তাই আমাকে যে কোনও পজিশনে ব্যাটিংয়ের জন্য তৈরি থাকতে হবে। এইচপি দলে আমি সেভাবেই কাজ করছি, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের অনুশীলন করছি।’

/আরআই/এএআর/

আরও পড়ুন:

বাংলাদেশের কোরি অ্যান্ডারসন হতে চান সাইফউদ্দিন

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা