X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রুমানাদের ক্যাম্প শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ২২:০৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২২:১৪

রুমানাদের ক্যাম্প শুরু বৃহস্পতিবার নারী ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং এই ক্যাম্পের আয়োজক। ক্যাম্প চলবে ৮ দিন।

আজ বুধবার মিরপুরের ক্রীড়া পল্লীতে ক্যাম্পে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটার রিপোর্ট করেছেন। বৃহস্পতি ও শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত নেট অনুশীলন করবেন তারা।

ক্যাম্প চলার সময় রুমানা-সালমারা চ্যালেঞ্জ সিরিজ নামে একটি টুর্নামেন্টেও অংশ নেবেন। শনিবার শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে তিনটি দল- পদ্মা, মেঘনা ও যমুনা। প্রতিযোগিতার ৬টি ম্যাচের মধ্যে ৪টি হবে সিটি ক্লাব মাঠে, অন্য দুটির ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ।

নারী ক্রিকেটারদের এখন কোনও খেলা নেই। এমন ফাঁকা সময়ে ক্যাম্প করার সুযোগ পেয়ে আনন্দিত রুমানা আহমেদ। জাতীয় দলের অধিনায়ক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিজেদের মধ্যে হলেও আমরা একটি টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছি বলে বিসিবিকে ধন্যবাদ জানাই। খেলার মধ্যে না থাকলে উন্নতি করা সম্ভব নয়। এই টুর্নামেন্টে প্রত্যেক দল চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচগুলো আন্তর্জাতিক নয়, তবে এর ফলে আমাদের ম্যাচ খেলার অভাব খানিকটা হলেও দূর হবে।’

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন- রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, রিতু মনি, নিগার সুলতানা, সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, শারমিন আক্তার সুপ্তা, আয়েশা রহমান, খাদিজাতুল কুবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, শারমিন সুলতানা, মোর্শেদা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাজহাত তাসিনা টুম্পা, লতা মণ্ডল, তৃপ্তি মণ্ডল, শামিমা সুলতানা, সানজিদা জান্নাত, লিলি রানী, সুবহানা মুস্তারি, তাজ নাহার, ইশমা তানজিম, পবিত্র রায়, লাবনী আক্তার, সানদিহা ইসলাম আশা, ইসমত জাহান ইমু, বৈশাখী সুলতানা ইয়াসমিন, বৃষ্টি রায়, ইসমত আরা, সামিয়া আক্তার সালমা, জান্নাতুল ফেরদৌস তিথি, পূজা চক্রবর্তী, আয়েশা আক্তার, নিপা আক্তার, তানিয়া সরকার ইলা, হ্যাপী আলম ও সোহেলী আক্তার।

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট