X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তৃতীয় টেস্টে ইংল্যান্ড দলে দুই নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৭, ১৮:৩৬আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৮:৪০

অভিষেকের অপেক্ষায় টম ওয়েস্টলি ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। সফরকারী দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে হেরেছে ৩৪০ রানের বড় ব্যবধানে। সমালোচনার মুখে পড়া ইংলিশরা ঘুরে দাঁড়াতে ঘোষণা করেছে তৃতীয় টেস্টের দল। ওভালের ম্যাচে ইংল্যান্ড স্কোয়াডে যোগ করেছে দুই নতুন মুখ। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকবেন ব্যাটসম্যান টম ওয়েস্টলি ও ডেভিড মালান। চোটের কারণে বাদ পড়েছেন গ্যারি ব্যালেন্স।

লর্ডস টেস্ট জেতায় ট্রেন্ট ব্রিজ টেস্টের দলে কোনও বদল ছিল না ইংল্যান্ডের। তবে দ্বিতীয় টেস্টে ভরাডুবির পর দুই খেলোয়াড়কে যোগ করেছে স্বাগতিকরা। ব্যালেন্সের আঙুল ভেঙে যাওয়ায় সুযোগ পেয়েছেন একজন, অন্যজনের জায়গা হয়েছে বাড়তি ব্যাটসম্যান হিসেবে। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েই অভিষেক হয়ে যাচ্ছে ওয়েস্টলির। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দল ঘোষণার বার্তায় যা উল্লেখ করেছে, তাতে ওভাল টেস্টে তিন নম্বরে ব্যাটিং করবেন ওয়েস্টলি।

ভালো ক্রিকেট খেলার পুরস্কার পেয়েছেন ওয়েস্টলি। এসেক্সের এই ব্যাটসম্যান এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে কাটিয়েছেন দারুণ সময়। এমনকি ইংল্যান্ড লায়ন্সের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও আলো ছড়িয়ে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। শুধু তাই নয়, প্রথম শ্রেণির সবশেষ ছয় ম্যাচে তার সেঞ্চুরির সংখ্যা ৩।

প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া মালানের খেলাটা নিশ্চিত নয় এখনও। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এই ব্যাটসম্যানের খেলা। দলে একজন বাড়তি ব্যাটসম্যান যোগ করলে অভিষেক হয়ে যাবে গত মাসেই টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মালানের।

লর্ডস টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দারুণভাবে শুরু করে ইংল্যান্ড। যদিও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ট্রেন্ট ব্রিজ টেস্ট জিতে সমতায় ফিরেছে প্রোটিয়ারা। ক্রিকইনফো

তৃতীয় টেস্টে ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোনাথন বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, লিয়াম ডসন, কিটন জেনিংস, ডেভিড মালান, টোবি রোল্যান্ড-জোন্স, বেন স্টোকস, টম ওয়েস্টলি, মার্কা উড।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি