X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিপিএল নিয়ে ভাবছেন না সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১৯:৩১আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৯:৩১

সাব্বির রহমান সামনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, এরপর উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। ক্রিকেটের ব্যস্ত সূচি শুরুর আগেই ফিটনেস ক্যাম্পে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সামনে দুটো বড় সিরিজ থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। নিজেকে অবশ্য এই উত্তেজনার বাইরেই রাখছেন সাব্বির রহমান।

বিপিএলে গত মৌসুমে রাজশাহী কিংসের হয়ে খেলেছেন সাব্বির। ছিলেন আবার আইকন খেলোয়াড়ও। সামনের বিপিএলে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো যখন দল গোছাতে শুরু করে দিয়েছে, তখন তার আঁচ খেলোয়াড়ের ওপর পড়াটা স্বাভাবিক। ফিটনেস ক্যাম্পেও নাকি খেলোয়াড়দের মধ্যে বিপিএল নিয়ে শুরু হয়েছে ‘মৃদু আলোচনা’। যদিও সাব্বির পুরোপুরি উড়িয়ে দিয়েছেন খবরটি, জানিয়েছেন চলমান ক্যাম্পেই তাদের সব নজর, ‘না, খেলোয়াড়দের মধ্যে বিপিএল নিয়ে আলোচনা হওয়ার খবরটা সত্যি নয়। আমাদের এখন মূল যে অনুশীলনটা হচ্ছে, সেটা ফিটনেসের।  এটা আসলে সামনের সিরিজের জন্য (অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ)। আমাদের নজরে এখন জাতীয় দল আর পরবর্তী সিরিজের ওপর।  আর এর জন্যই কাজ করছি।’

২০১৭ সালের বিপিএলের আইকন বদলানো নিয়েও স্পষ্ট কিছু বলেননি এই ব্যাটসম্যান, ‘আমি এখনও কিছু জানি না। এখনও বিপিএল নিয়ে সেরকম কিছু চিন্তা করিনি। টুর্নামেন্ট আসতে এখনও তো তিন মাস বাকি। যে কোনও একটা দল  পেয়ে যাব ইনশাআল্লাহ, তখন খেলব।’ ভবিষ্যতের হাতে বিপিএলের ঠিকানা ছেড়ে দেওয়া সাব্বির কি তাহলে ছেড়ে দিচ্ছেন রাজশাহী? এই প্রশ্নের উত্তরটাও তুলে রাখলেন আগামীর জন্য, ‘রাজশাহী? আমি এখনও ঠিক জানি না। এখনও তো বোর্ডই ঠিক করেনি আইকন কোনটা কী হবে, না হবে। এ প্লাস খেলোয়াড় কে হবে, কিংবা কে কোন ক্যাটাগরিতে থাকবে।’

আইকন কিংবা বিপিএল বড় কোনও ইস্যু নয় সাব্বিরের কাছে, তার কাছে যে কোনও ম্যাচেই খেলাটা বড় ব্যাপার। আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান, ‘খেলোয়াড়ের জন্য আইকন কিংবা বিপিএল বড় কোনও বিষয় নয়। ম্যাচে খেলতে পারাটাই বড় ব্যাপার। আর সেটা আইকন কিংবা সাধারণ, যে খেলোয়াড়ই হোক না কেন।’ সঙ্গে যোগ করলেন, ‘ আমি টি-টোয়েন্টিতে তুলনামূলক ভালো খেলি বলেই হয়তো বোর্ড আমাকে আইকন দিয়েছে। কিন্তু এ রকম কিছু মনে করি না যে, আইকন হিসেবে আমাকে ভাল খেলতেই হবে। আমি সাধারণ একজন ক্রিকেটার হিসেবেও তিন বছর বিপিএল খেলেছি। আর এভাবেই খেলে যেতে চাই।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও