X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খেলার ধরন পাল্টাবেন না সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ২০:৪৫আপডেট : ২০ জুলাই ২০১৭, ২০:৪৬

খেলার ধরন পাল্টাবেন না সাব্বির ব্যাটিং অর্ডারে তার জায়গা যেমন উঠা-নামা করে, পারফরম্যান্সের গ্রাফের অবস্থাটাও ঠিক তেমন। কিছুতেই ধারাবাহিক হতে পারছেন না সাব্বির রহমান। চ্যাম্পিয়নস ট্রফিতে তো একেবারেই জ্বলে উঠতে পারেননি এই ব্যাটসম্যান। ওয়ানডে বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় আসরে তার সর্বোচ্চ ইনিংস ছিল ২৪ রানের! হতাশার এক মিশন শেষে ফিটনেস ক্যাম্প দিয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সাব্বির। অবশ্য ব্যর্থতার গাড়ি চলমান থাকলেও নিজের ব্যাটিংয়ে কোনও বদল আনতে রাজি নন এই ব্যাটসম্যান। স্বভাবসুলভ ব্যাটিংই করে যেতে চান সামনে দিনগুলোতে।

জাতীয় দলে আসাটা তিন বছর পেরিয়ে গেছে সাব্বিরের। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট আঙিনাতেও পা রেখেছেন তিনি। পরিণত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে। প্রত্যাশার চাপটা তাই তার ওপর থাকে সবসময়। যদিও চাপ কখনও চেপে ধরতে পারেনি বলেই বৃহস্পতিবার জানিয়েছেন সাংবাদিকদের, ‘আসলে ওই রকম কিছু নেই। তবে এটাও মানতে হবে চাপ একটা বড় বিষয়। ক্রিকেট এমন একটা খেলা, যেখানে আপনি চাপ নিতে জানতে শিখলে আসতেই থাকবে। আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকি, যে জায়াগায় কিংবা যেভাবে খেলার জন্য কোচ কিংবা টিম চাইবে, আমি সেভাবেই খেলব।’

দলের দরকারে সবসময় প্রস্তুত থাকলেও নিজের খেলার ধাঁচ মোটেও পাল্টাতে চান না সাব্বির। নিজের স্বভাবসুলভ ব্যাটিংয়েই যেতে চান এগিয়ে, ‘কিন্তু আমি আমার খেলার ধরন পরিবর্তন করব না। আমি যেভাবে খেলছি, সেভাবেই খেলব। ওভাবে খেলেই কিন্তু সফল হয়েছি শেষ দুই-আড়াই বছর।’ মাত্র কয়েক ম্যাচের পারফরম্যান্স দিয়ে কোন কিছুর মূল্যায়ন করতেও রাজি নন ২৫ বছর বয়সী এই তারকা, ‘তিন-চার ম্যাচের ধারণা থেকে আমি কেন পরিবর্তন করব (খেলার ধরন)? আমি এভাবেই খেলার চেষ্টা করব।’

কিন্তু এটাও তো সত্য আগ্রাসী ব্যাটিংয়ে মোটেও সুবিধা করতে পারছেন না তিনি। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির এর বড় প্রমাণ। তবে বারবার ব্যাটিং অর্ডারের পরিবর্তনটাও স্থির হতে দিচ্ছে না তাকে। সাব্বির নিজেও বুঝতে পারছেন, তাই বললেন, ‘সমস্যাটা হচ্ছে আমি রান করতে পারিনি। যদি রান  পেতাম তাহলে ৫, ৬, ৭, ৯, ১০ নম্বর পজিশন কোনও ব্যাপার ছিল না।  রানটা বড় বিষয়।’ সঙ্গে যোগ করলেন, ‘চেষ্টা করব যে পজিশনেই খেলি না কেন, রান করার জন্য। আরও ভালো খেলার জন্য। অবশ্যই আমার পছন্দ বড় বিষয় না; দল প্রথম, আমি সবসময় দলকে প্রথমে দেখি। দল যেখানে চায়, সেখানেই আমি খেলার চেষ্টা করি।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়