X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গল টেস্টে নেই চান্ডিমাল

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৭, ১৪:০২আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৪:৩৭

দিনেশ চান্ডিমাল ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বিশাল ধাক্কা খেল শ্রীলঙ্কা। আগের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের উত্তরসূরি হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষায় সফল হয়েছিলেন দিনেশ চান্ডিমাল। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে সফল হওয়ার আত্মবিশ্বাস ছিল তার। কিন্তু গলে টেস্টে তাকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চান্ডিমাল। সুস্থ না হলে কলম্বোতে দ্বিতীয় ম্যাচেও দেখা যাবে না তাকে।

গল টেস্টে খেলতে না পারা চান্ডিমালের জন্য আফসোসের। কারণ এ ভেন্যুতে দারুণ কয়েকটি পারফরম্যান্সের স্মৃতি এখনও তরতাজা। গত বছর আগস্টে ভারতের বিপক্ষে গলে ১৬২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন চান্ডিমাল। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও করেন ১৫১ রান। বাংলাদেশের বিপক্ষে এ মাঠে তার সর্বশেষ টেস্টে ছিল হাফসেঞ্চুরি।

শ্রীলঙ্কা ক্রিকেট ম্যানেজার আসানকা গুরুসিনহা শুক্রবার চান্ডিমালের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন, ‘গত রাতে বেশ দেরিতে আমাদের কাছে তার রক্ত পরীক্ষার রিপোর্ট এসেছিল। তার নিউমোনিয়া হয়েছে। আজ সকাল ৯টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম টেস্টে তিনি নেই, এটা নিশ্চিত।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর থেকে অসুস্থবোধ করতে থাকেন চান্ডিমাল। কয়েক মাস আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি।

বিরাট কোহলিদের বিপক্ষে প্রথম টেস্টে অধিনায়কত্ব করতে পারেন সীমিত ওভারের অধিনায়ক উপুল থারাঙ্গা। কিন্তু অভিজ্ঞতার বিচারে রঙ্গনা হেরাথ এগিয়ে। ২০১৬-১৭ মৌসুমে চার টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১-১ এ ড্র হওয়া টেস্ট সিরিজে ৩৯ বছর বয়সী স্পিনার অধিনায়কত্ব করেছিলেন দক্ষতার সঙ্গে। গুরুসিনহা এগিয়ে রাখছেন তাকে, ‘খুব সম্ভবত অধিনায়ক হতে যাচ্ছেন রঙ্গনা। কারণ শুধু এক টেস্টের ব্যাপার এটা এবং তিনি আগেও নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আমরা কোনও কিছু চূড়ান্ত করছি না। সবাই একসঙ্গে বসে বিকালে জানানো হবে।’ ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক