X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফিজিও কবে ফিরবেন জানে না বিসিবি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ১৭:৩৬আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৮:৪৬

থিহান চন্দ্রমোহন শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দলের ফিজিও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল থিহান চন্দ্রমোহনকে। ওই সফর শেষে অবশ্য তাকে রেখে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশ দলের ফিজিও’র দায়িত্ব পালন করেছেন এই অস্ট্রেলিয়ান। কিন্তু ইংল্যান্ডের টুর্নামেন্টের পর ‘উধাও’ চন্দ্রমোহন! পরে খোঁজখবর নিয়ে জানা গেছে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নিশ্চিত করতে পারেননি ঠিক কবে ফিরবেন এই ফিজিও।

‘ফিজিও নিজে অফিসিয়ালি যদিও আমাদের কিছু জানাননি। তবে আমরা জানতে পেরেছি তিনি দুর্ঘটনায় শিকার হয়েছেন। এখন হাসপাতালে আছেন।’- শনিবার সাংবাদিকদের এমনটাই বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন। অফিসিয়ালি না জানানো মানে এখনও বিসিবির সঙ্গে কোনও যোগাযোগ করেননি চন্দ্রমোহন। তাই তার ফেরার ব্যাপারেও কোনও কিছু বলতে পারেনি নিজামউদ্দিন। অথচ তার অপেক্ষাতেই বসে আছে বিসিবি!

ফিজিও না থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না বলেও জানিয়েছেন বিসিবির এই কর্তা। দেশীয় ফিজিওরা মাশরাফিদের যথেষ্ট সাহায্য করছেন বলে দাবি তার, ‘বিসিবির ফিজিও-ডাক্তাররা আছেন। জাতীয় দলের সঙ্গে কাজ করেছে, এমন ফিজিও আছে। তারাই আপাতত ছেলেদের দেখভাল করছেন। আমরা তার সুস্থতার জন্য অপেক্ষা করছি। আশা করছি সুস্থ হয়ে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’

চ্যাম্পিয়নস ট্রফি শেষে অস্ট্রেলিয়াতে ফিরে যাওয়া চন্দ্রমোহনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বারস্থ হয় বিসিবি। কোচ খোঁজ নিয়ে জানান, চন্দ্রমোহন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অথচ এই সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের স্বার্থে ফিজিওর কাছে থাকা ছিল সবচেয়ে জরুরি। কেননা ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প চলছে এখন। কিছুদিন পরই স্কিল অনুশীলনে মাঠে নামবেন তারা।

ডিন কনওয়ের সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কা সফরের জন্য বিসিবি ‘খণ্ডকালীন’ নিয়োগ দেয় চন্দ্রমোহনকে। সামনেই চ্যাম্পিয়নস ট্রফি থাকায় তাকেই রেখে দেয় বোর্ড। অবশ্য এই ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার পর তিনি আর কোনও যোগাযোগ করেননি বিসিবির সঙ্গে।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা