X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলকে পাল্টে দিয়েছেন তিতে: নেইমার

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৭, ১৪:২১আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৪:৪৮

ব্রাজিলকে পাল্টে দিয়েছেন তিতে: নেইমার এক বছর আগের কথা, ব্রাজিলের জাতীয় দল গহীন সমুদ্রে যেন হাবুডুবু খাচ্ছিল। কার্লোস দুঙ্গার দল পেরুর বিপক্ষে ১-০ গোলে হেরে কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিল বিদায়। ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে হারের পর আরেকটি বড় লজ্জা। যুক্তরাষ্ট্রে ওই শতবার্ষিকী কোপার পর বিদায় নিতে হয় দুঙ্গাকে, দায়িত্ব পান করিন্থিয়ানসের সাবেক কোচ তিতে। প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন তিনি। নেইমারের মতে, ব্রাজিলকে পাল্টে দিয়েছেন তিতে।
দুঙ্গার উত্তরসূরি হয়ে তিতে যখন চাকরি পান, তখন বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচের বাইরে ছিল ব্রাজিল। এর পর আর পেছনে তাকাতে হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। একের পর এক ম্যাচ জিতে সবার আগে ২০১৮ সালের বিশ্বকাপে খেলা চূড়ান্ত করেছে ব্রাজিল। অন্য দলগুলো যেখানে বিশ্বমঞ্চে জায়গা পাওয়ার জন্য লড়ছে, সেখানে তিতে সাজাচ্ছেন বিশ্বকাপের রণকৌশল। তার অধীনে সেরা ব্রাজিল দলকে দেখছে বিশ্ব- এমন বিশ্বাস নেইমারের।
তিতের ব্রাজিল ১১ ম্যাচ খেলে মাত্র একটি হেরেছে, বাকি সবকটিতে পেয়েছে জয়ের দেখা। নেইমারের মতে, তার দল সঠিক পথে এগোচ্ছে এবং সেই পথ দেখাচ্ছেন তিতে। আগামী বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার আশা খুব ভালোভাবে দেখছেন ২৫ বছর বয়সী।
জুভেন্টাসের বিপক্ষে আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে বার্সেলোনাকে জেতাতে দুই গোল করেন নেইমার। ওই ম্যাচ শেষে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে গোল’এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তিতে ব্রাজিলকে পাল্টে দিয়েছেন। তিনি চমৎকার একজন কোচ, দারুণ কৌশল জ্ঞাণ আছে। প্রত্যেক পেশাদার ফুটবলকে তিনি শ্রদ্ধা করেন।’
বিশ্বকাপে ব্রাজিলকে ফেভারিট মানছেন নেইমার। তিতের অধীনে সেরা অর্জনের প্রত্যাশা তার, ‘তার সঙ্গে আমার ভালো সম্পর্ক; শুধু আমার সঙ্গে নয়, সব খেলোয়াড়ের সঙ্গে। ভালো ফলাফল আসছে, আমরা আত্মবিশ্বাসীও। আমি মনে করি ব্রাজিল বিশ্বকাপের ফেভারিট একটি দল। এ ৭ ম্যাচ জয়ের জন্য আমরা যে শেষ মিনিট পর্যন্ত লড়ে যাব, সেটা বলতে ভয় পাই না আমি।’ গোল
/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা