X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ওভারে ছয় ছক্কার রেকর্ড হোয়াইটলির

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৭, ১৬:৪৭আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৬:৫০

রস হোয়াইটলি প্রায় চার বছর পর আবার বিশ্ব ক্রিকেটে দেখা গেল এক ওভারে ছয় ছক্কার পারফরম্যান্স। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে এ রেকর্ড গড়েছেন উস্টারশায়ারের রস হোয়াইটলি। বাঁহাতি ব্যাটসম্যান এক ওভারে ৩৭ রান নিলেও দলকে জেতাতে পারেননি। ডেভিড উইলির ক্যারিয়ার সেরা ১১৮ রানের সুবাদে ইয়র্কশায়ার হারিয়েছে উস্টারশায়ারকে।

হেডিংলিতে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় ইয়র্কশায়ার। ৫৫ বলে উইলির রেকর্ড গড়া ইনিংসে কাউন্টি সেরা স্কোর গড়ে তারা। ২০ ওভারে ৬ উইকেটে স্কোর ছিল ২৩৩ রান।

লক্ষ্যে ছুটতে গিয়ে এবার রেকর্ড বইয়ে নাম লিখেন উস্টারশায়ারের হোয়াইটলি। ১৬তম ওভারে বাঁহাতি স্পিনার কার্ল কারভারের ওভারে টানা ছয়বার দড়ির ওপারে বল পাঠান। টানা চারটি ছক্কা হজম করার পর একটি ওয়াইড দিয়েছিলেন ইয়র্কশায়ারের অনভিজ্ঞ বোলার। পরের দুই বলেও আবার ছক্কা। অবশ্য হোয়াইটলিকে থামতে হয় ৬৫ রানে, ২৬ বলের ইনিংসে রয়েছে ৮টি ছয়। উস্টারশায়ার ৭ উইকেটে ১৯৬ রান করলে ৩৭ রানে হারতে হয়।

স্বীকৃত ক্রিকেটে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয়টি ছয় মারলেন হোয়াইটলি। এ ইতিহাসের শুরুটা হয়েছিল স্যার গারফিল্ড সোবার্সের হাত ধরে। ১৯৬৮ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে গ্লামরগানের ম্যালকম ন্যাশের ওভারে প্রথমবার এ ঘটনা ঘটে নটিংহ্যামশায়ারের অধিনায়কের সৌজন্যে।

১৯৮৫ সালে দ্বিতীয়বার এ রেকর্ড গড়েন রবি শাস্ত্রী। বারোদার বিপক্ষে রঞ্জি ট্রফিতে বোম্বের এ ব্যাটসম্যানের কাছে নাস্তানুবাদ হন বাঁহাতি স্পিনার তিলক রাজ।

এতদিন ঘরোয়া ক্রিকেটে হলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ওভারে ছয় ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ২০০৭ সালের বিশ্বকাপে সেন্ট কিটসে নেদারল্যান্ডসের ড্যান ফন বাঙ্গের ওভারে তৃতীয় ব্যাটসম্যান হয়ে এ রেকর্ড গড়েন তিনি।

ওই বছর গিবসের কীর্তির পুনরাবৃত্তি করেন যুবরাজ সিং। ভারতের ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা হাঁকান স্টুয়ার্ট ব্রডের বলে।

হোয়াইটলির আগে সর্বশেষ এক ওভারে ছক্কা মেরেছিলেন ল্যাঙ্কাশায়ারের জর্ডান ক্লার্ক। টি-টোয়েন্টি ব্লাস্টে দ্বিতীয় সারির দলের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ২০১৩ সালে এ রেকর্ড গড়েন তিনি।

অবশ্য এক ওভারে না হলেও ২০১৫ সালে দুই ওভার মিলিয়ে টানা ছয় ছক্কার কীর্তি আছে নটিংহ্যামশায়ারের অ্যালেক্স হেলসের।

এমন অবিশ্বাস্য রেকর্ড গড়ার পর বোলারের প্রতি সহানুভূতি দেখালেন হোয়াইটলি, ‘এভাবে ব্যাট করার উপযুক্ত সময় ছিল তখন। হয় কিছু করতে হবে, নয়তো মাঠ ছাড়তে হবে। আমি এমন এক ইনিংস খেলব ঠিক করেই মাঠে নেমেছিলাম। দলের জন্য এটা করতে চেয়েছিলাম, কোনও ব্যক্তিগত অর্জনের জন্য নয়। আমি কখনও ভাবিনি পেশাদার ক্রিকেটে এমনটা করতে পারব। বোলারের দুর্ভাগ্য যে লেগ সাইডে বাউন্ডারি খানিকটা ছোট ছিল।’ ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান