X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মিরপুর স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১৯:৪৯আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৯:৫২

শেরে বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল দুই টেস্টের সিরিজ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। অথচ বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া আসবে কিনা, তা নিয়ে সংশয় কাটেনি। তবে সূচি অনুযায়ী ঠিক সময়েই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল। সিরিজের আগে ‘রুটিন’ সফরের অংশ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ৫ সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল সোমবার রাতে ঢাকায় এসেছে। মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছে দলটি। এসময় জিমনেশিয়াম, ইনডোর, একাডেমি ও মূল মাঠ ঘুরে দেখেছেন প্রতিনিধি দলের সদস্যরা।

তবে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এ বিষয়ে কিছু জানায়নি। তাই অস্ট্রেলিয়া আসছে কিনা, তা নিয়ে ধোঁয়াশাও কাটেনি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে ‘রহস্য’ দূর হবে।

ঘুরে দেখেছেন ক্রিকেট ইনডোরও বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রধান কোচ দুজন অস্ট্রেলিয়ান। তাদের সঙ্গেও কথা বলেছেন নিরাপত্তা দলের সদস্যরা।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা প্রতিনিধি দল আগেই বাংলাদেশ ঘুরে যাওয়ায় এবার তারা এসেছেন ভেন্যু ও লজিস্টিক বিষয়গুলো দেখার জন্য। সফরের সূচি অনুযায়ী, মিরপুরের পর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন করবেন দলটির সদস্যরা। টেস্ট ম্যাচ না থাকলেও অস্ট্রেলিয়া দলের সফর শুরু হবে ফতুল্লায়। সেখানেই সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা অতিথিদের। 

অস্ট্রেলিয়ার সফর নিয়ে তৈরি হওয়া ‘নাটক’ শুধু দীর্ঘই হচ্ছে। অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সফরের কারণে সুখবরের আভাস মিলছে। যদিও সোমবার ‘দ্য অস্ট্রেলিয়ান’ যে খবর ছেপেছে, তাতে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছু। সিডনিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) সঙ্গে গোপন বৈঠক করে নাকি বাংলাদেশে না আসার পক্ষে ‘মত’ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা!

শেরে বাংলা স্টেডিয়াম ঘুরে দেখছেন প্রতিনিধি দলের সদস্যরা সোমবারের ওই বৈঠকে অধিনায়ক স্মিথ ও তার সহকারী ডেভিড ওয়ার্নার ছাড়াও ছিলেন এসিএ’র প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন। সেখানে অস্ট্রেলিয়ার সিনিয়র খেলোয়াড়রা বাংলাদেশ সফর বয়কটের পক্ষে ভোট দিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান ‘আর্থিক লড়াই’ শেষ না হওয়া পর্যন্ত তাদের সিরিজ বয়কট চলবে বলে খবর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমটির।

গোপন বৈঠকে অবশ্য বাংলাদেশে আসার আগে সূচি অনুযায়ী প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন স্মিথ ও ওয়ার্নার। ডারউইনে ৭ দিনের ওই ক্যাম্প চলার সময় চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে না পারলে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বাংলাদেশ সফরে আসবে না বলেও জানিয়েছে ‘দ্য অস্ট্রেলিয়ান’।

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা