X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিপিএলে মিরাজের অনুপ্রেরণা বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৫:৩৭আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৫:৪০

মেহেদী হাসান মিরাজ (ফাইল ফটো) আন্তর্জাতিক ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের অভিষেক প্রায় ৯ মাস আগে। অথচ এরই মধ্যে ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়ে হয়েছেন জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার। একদিক দিয়ে নিজের চেয়ে অনেক অভিজ্ঞ খেলোয়াড়কে পেছনে ফেলে দিলেন তিনি। সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছেন এই তরুণ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমানে চড়বেন তিনি। প্রায় ৩২ ঘণ্টার যাত্রা শেষে শুক্রবার রাতে ত্রিনবাগো নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দেবেন মিরাজ।

অবশ্য পুরো টুর্নামেন্টে তার খেলা না খেলা নির্ভর করছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের উপর। অজিরা সূচি অনুযায়ী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে এলে মিরাজ ৫ ম্যাচ খেলেই ১২ আগস্ট বাংলাদেশের বিমানে চাপবে। আর যদি অস্ট্রেলিয়া না আসে তাহলে ছুটি বাড়িয়ে পুরো টুর্নামেন্ট খেলেই দেশে ফিরবেন তিনি। এনিয়ে মিরাজ বলেছেন, ‘আজ ৭টা ১০ মিনিটে আমার ফ্লাইট। ১৫ তারিখ পর্যন্ত ছুটি। অস্ট্রেলিয়া দেশে এলে ১৫ তারিখে দেশে থাকব। নয়তো ছুটি বাড়িয়ে নিয়ে পুরো টুর্নামেন্ট শেষ করেই ফিরব।’

সিপিএলে মিরাজের দল বলিউড তারকা শাহরুখ খানের ত্রিনবাগো। অস্ট্রেলীয় স্পিনার ব্র্যাড হগের জায়গায় বাংলাদেশের তরুণ অলরাউন্ডারকে নিয়েছে ত্রিনিদাদ ও টোবাগোর দলটি। সিপিএলে মিরাজ সতীর্থ হিসেবে পাবেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভন কুপার ও সুনীল নারিনের মতো তারকাদের।

ক্যারিয়ারের শুরুতেই এমন সুযোগ পেয়ে মিরাজ উচ্ছ্বসিত, ‘সিপিএল আমার জন্য দারুণ একটা সুযোগ হতে পারে। এই টি-টোয়েন্টি লিগটা যদি আমি কাজে লাগাতে পারি, আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলে মানিয়ে নিতে পারলে দক্ষতার দিক থেকে আমার দারুণ উন্নতি হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চতুর্থ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা ক্যারিবিয়ান লিগে কাজে লাগবে বলে আত্মবিশ্বাসী মিরাজ, ‘বিপিএলের অভিজ্ঞতা খুব কাজে দেবে। সর্বশেষ বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলেছি। যখন যেভাবে পেরেছি অবদান রাখার চেষ্টা করেছি। বিপিএলের অভিজ্ঞতা এখানে অবশ্যই কাজে দেবে। ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড় বিপিএলে খেলেছে। আমি ওদের সম্পর্কে জানি, যা আমার পরিকল্পনায় সুবিধা হবে।’

ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতেও নিয়মিত হতে চান মিরাজ। তাইতো ক্যারিবিয়ান লিগে খেলার মাধ্যমে নির্বাচকদের নজরটা কেড়ে নিতে চান তিনি, ‘প্রত্যেকটা ম্যাচ প্রত্যেক খেলোয়াড়ের জন্য বড় সুযোগ। ক্যারিবিয়ান এই লিগটা আমার জন্য বড় সুযোগ। এটা অনেক বড় টুর্নামেন্ট। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় সিপিএলে খেলে। ওদের বিপক্ষে আমি যখন খেলব, আমার মানসিক শক্তি অনেক বাড়বে। সত্যি কথা বলতে এটা অনেক সহায়ক হবে। এখানে ভালো করলে যে কোনও জায়গাতেই সুযোগ হতে পারে। চেষ্টা থাকবে এখানে ভালো কিছু করার।’

/আরআই/এফএইচএম/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি