X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাকিবের পরামর্শ নিয়ে সিপিএলে যাচ্ছেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৬:৩৯আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৬:৪৭

সাকিবের পরামর্শ নিয়ে সিপিএলে যাচ্ছেন মিরাজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার। একজন বিশ্বসেরা অলরাউন্ডার, অন্যজন উঠতি তারকা। টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে খেলতে সাকিব আল হাসান যাবেন ২৯ জুলাই। তবে তার আগেই ক্যারিবিয়ান অঞ্চলে পৌঁছে যাবেন আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় রওয়ানা দেওয়া মেহেদী হাসান মিরাজ।

যাওয়ার আগে অভিজ্ঞ সাকিবের কাছ থেকে নিয়ে যাচ্ছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। সাকিব স্পষ্ট করেই মিরাজকে বলে দিয়েছেন ওখানে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে হবে। সাকিবের পরামর্শ জানাতে গিয়ে মিরাজ বললেন, ‘সিনিয়র খেলোয়াড় যারা আছেন, সবাই সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। সাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন ওখানে টার্নিং উইকেট হয়। জায়গায় যদি বোলিং করতে পারি, তাহলে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা কঠিন হয়ে দাঁড়াবে।’ কথাগুলো শেষ করেই আবার বলতে শুরু করলেন, ‘তিনি আমাকে পরামর্শ দিয়েছেন আক্রমণাত্মক ভঙ্গিতে লাইন-লেন্থ মেনে বোলিং করে যেতে। এই ধারাটা বজায় থাকলে সফল হওয়া যাবে।’

সিপিএলে মিরাজের দল বলিউড তারকা শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। আইপিএলে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। ওই দলে গত কয়েক আসর ধরেই খেলছেন সাকিব। সিপিএলে ভালো খেলতে পারলে আইপিএলে খেলার পথটা সহজ হয়ে যেতে পারে মিরাজের জন্য। এই বিষয়ে মিরাজ কী ভাবছেন, জানতে চাইলে তিনি বলেছেন, ‘সুযোগ তো এক জায়গা থেকে আরেক জায়গায় তৈরি হয়ই। যেহেতু শাহরুখ খানের দল আছে আইপিএলে। এখানে তার দলের হয়ে আমি খেলব। যদি ভালো খেলতে পারি ভবিষ্যতে আইপিএলে সুযোগ আসতেই পারে। তবে এই মুহূর্তে আমি ক্যারিবিয়ান লিগে ভালো করতে মুখিয়ে আছি।’

অস্ট্রেলিয়া সিরিজের আগে ২০ ওভারের ক্রিকেট খেলে টেস্টে মানিয়ে নেওয়াটা কঠিনই হওয়ার কথা মিরাজের জন্য। এই অলরাউন্ডার অবশ্য সে জন্য খুব বেশি চিন্তিত নন, ‘আমরা যেহেতু খেলোয়াড়, আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। একটা ফরম্যাট থেকে অন্য আরেকটা ফরম্যাটে দ্রুত মানিয়ে নেওয়ার কৌশল আমি জানি। ওখান (ওয়েস্ট ইন্ডিজ) থেকে ফেরার পর যে গ্যাপটা আছে, সেটা যথেষ্ট টেস্টের আগে নিজেকে প্রস্তুত করার জন্য।’

সিপিএলে মূলত বোলার হিসেবেই সুযোগ পেয়েছেন মিরাজ। তাই ব্যাটিং নিয়ে বাড়তি ভাবনা নেই তার, ‘টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের জন্য খুব বেশি সময় পাওয়া যায় না। ওরা আমাকে একজন বোলার হিসেবে নির্বাচন করেছে। যদিও ব্যাটিং করার সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব ভালো কিছু করার। তবে আমার মূল লক্ষ্য থাকবে বোলিং ভালো করার।’

এই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক  টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন মিরাজ। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, ‘দেশের হয়ে খেলার অনুভূতি অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিদেশি লিগে খেলার অনুভূতিটা আবার ভিন্ন। কারণ আমি ওখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলতে যাচ্ছি; আমি আছি, সাকিব ভাই আছেন। ভালো করলে সবাই বলবে বাংলাদেশের খেলোয়াড় ভালো করেছে। একজন ক্রিকেটারের জন্য এটা খুব ভালো লাগার বিষয়।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া