X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বার্সেলোনা কোচের ম্যানইউ ‘ভীতি’!

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০১৭, ২০:০৫আপডেট : ২৭ জুলাই ২০১৭, ২০:০৫

এরনেস্তো ভালভারদে প্রাক মৌসুম প্রস্তুতিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। নেইমারের লক্ষ্যভেদে ইংলিশ ক্লাবটির বিপক্ষে জিতেও ‘ভয়’ কাটেনি কাতালান ক্লাবটির নতুন কোচ এরনেস্তো ভালভারদের। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ম্যানইউয়ের পারফরম্যান্স মুগ্ধ বার্সেলোনায় কঠিন মিশনে নামতে যাওয়া এই কোচ। চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া ম্যানইউ এবার নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগ। যুক্তরাষ্ট্রের ম্যাচের পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবের মুখোমুখি হতে চাইছেন না ভালভারদে।

২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে শিরোপা প্রত্যাশী সব দলকে ম্যানইউ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন ভালভারদে। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর এলোমেলো হয়ে যাওয়া ম্যানইউ গত মৌসুমের লিগেও সুবিধা করতে পারেনি। প্রিমিয়ার লিগ শেষ করেছিল ষষ্ঠ স্থানে থেকে। যদিও আয়াক্সকে ইউরোপা লিগে হারিয়ে ‘রেড ডেভিলস’ জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগে। চলতি দলবদল মৌসুমে ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ ও স্ট্রাইকার রোমেলু লুকাকুকে কিনে হোসে মরিনহো বাড়িয়ে নিয়েছেন দলের শক্তি। তার প্রমাণ দলটি দিয়েছে বার্সেলোনার বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে। ১-০ গোলে হারলেও নিজেদের গোছানো ফুটবলে মুগ্ধ করেছে দর্শকদের।

মুগ্ধ বার্সেলোনা কোচ ভালভারদেও। ম্যানইউয়ের পারফরম্যান্স দেখার পর বার্সেলোনা কোচের বিশ্বাস, মরিনহোর দল ইউরোপে ভয় ছড়াতে যাচ্ছে সামনের মৌসুমে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটা সত্য সময়টা তাদের ভালো কাটেনি শেষের দিকে, তবে ভুলে গেলে চলবে না গত মৌসুমে কিন্তু তারা ইউরোপা লিগ জিতেছে। যাতে এবার সুযোগ পেয়েছে চ্যাম্পিয়নস লিগে।’ ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই লড়াইয়ে নামার আগে ম্যানইউয়ের পারফরম্যান্স নিয়ে বার্সেলোনা কোচের বক্তব্য, ‘চ্যাম্পিয়নস লিগে তাদের থাকাটা টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়িয়ে দেবে। আমার মনে হয় ওদের হারানোটা খুব কঠিন হবে।’

আর সে কারণেই চ্যাম্পিয়নস লিগে প্রিমিয়ার লিগের দলটিকে এড়িয়ে যেতে চাইছেন ভালভারদে, ‘ওরা যেভাবে খেললে, তাতে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে ওদের হারানোটা খুব কঠিন হবে। তাই চ্যাম্পিয়নস লিগে আমি ওদের মুখোমুখি হতে চাই না।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী