X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জোন্স ঝড়ে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০১৭, ০০:৪৬আপডেট : ২৯ জুলাই ২০১৭, ০১:৩০


৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছেন টোবি রোল্যান্ড-জোন্স আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার ওয়ানডে ক্রিকেট দিয়ে। গত মে মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেট দিয়ে অভিষেক হয় টোবি রোল্যান্ড-জোন্সের। সেই প্রোটিয়াদের বিপক্ষেই সুযোগ হয়ে যায় তার টেস্টে। পাঁচদিনের ক্রিকেট এর চেয়ে ভালো শুরু হয়তো নিজেও প্রত্যাশা করেননি এই পেসার। বল হাতে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের ঘায়েল করে জোন্স রাঙিয়ে নিয়েছেন তার টেস্ট অভিষেক। তার সঙ্গে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে বিধ্বস্ত সফরকারীরা। ওভাল টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১২৬ রানে।

দ্বিতীয় দিনে বল হাতে নায়ক যদি হন ৪ উইকেট নেওয়া জোন্স, তাহলে ব্যাট হাতে ইংলিশদের নায়ক বেন স্টোকস। এই অলরাউন্ডারের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর দিয়েই স্বাগতিকরা তাদের প্রথম ইনিংস শেষ করতে পারে ৩৫৩ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি খেলেন ১১২ রানের ঝলমলে ইনিংস। স্টোকসের ব্যাটে পাওয়া ভিতের ওপর দাঁড়িয়ে বল হাতে শুরু থেকেই আগুন ঝরিয়েছেন জোন্স।

দক্ষিণ আফ্রিকার হারানো প্রথম ৪ উইকেটই রোল্যান্ড-জোন্সের। সফরকারীদের টপ অর্ডার এককথায় গুঁড়িয়ে দিয়েছেন এই পেসার। তার উইকেট উৎসবের শুরুটা ডিন এলগারকে দিয়ে। ৮ রান করা এই ওপেনার ধরা পড়েন উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর গ্ল্যাভসে। সেই শুরু, এরপর অভিষিক্ত এই পেসার একে একে তুলে নেন হেইনো কুন (১৫), হামিশ আমলা (৬) ও কুইন্টন ডি ককের (১৭) উইকেট তিনটি। জোন্সের দাপটে ৪৭ রানে দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট।

জোন্সের দাপট থামলেও প্রোটিয়াদের উইকেট হারানোর মিছিল থামেনি! এরপর তাণ্ডব শুরু করেন অ্যান্ডারসন। দলের বিপর্যয়ের মুখে অধিনায়ক হিসেবে কিছুই করতে পারেননি ফাফ দু প্লেসিস। তিনিও ব্যর্থ হয়ে ফেরেন প্যাভিলিয়নে। যাওয়ার আগে নামের পাশে যোগ করেন মাত্র ১ রান। খানিক পর আবার আঘাত অ্যান্ডারসনের, এবার ফেরান ক্রিস মরিসকে (২)।

ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি পাওয়া স্টোকসও উইকেট উৎসবে নাম তোলেন। এই অলরাউন্ডার ৫ রান করা কেশব মহারাজকে প্যাভিলিয়নে ফেরালে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কার মেঘ জমে দক্ষিণ আফ্রিকার আকাশে। তবে সেই লজ্জার মুখে পড়তে দেননি তেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা। ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে সাবলীল ব্যাটিংয়ে রাবাদা খেলেন ৩০ রানের ইনিংস। সবচেয়ে বড় কথা বিপদের সময় দারুণভাবে সঙ্গ দিয়েছেন তিনি বাভুমাকে। ব্রডের বলে অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি প্যাভিলিয়নে ফিরলেও বাভুমা অপরাজিত আছেন ৩৪ রানে। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ