X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২৬ বছর বয়সেই অবসর!

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০১৭, ১২:২৬আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১২:২৬

ম্যাট মাচান ২০১৫ সালের বিশ্বকাপে খেলেছেন ম্যাট মাচান। সামনে ছিল নিজেকে রাঙিয়ে নেওয়ার আরও উপলক্ষ। কিন্তু বাধা হয়ে দাঁড়াল ইনজুরি। কব্জির চোটটা এতটাই গুরুতর যে, ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানাতে হলো তাকে মাত্র ২৬ বছর বয়সে! স্কটল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম করা এই ব্যাটসম্যান শুক্রবার সব ধরনের ক্রিকেট থেকে দিয়েছেন অবসরের ঘোষণা।

২০১৫ বিশ্বকাপের পর স্কটল্যান্ডের জার্সিতে ২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টিতেও খেলেছেন মাচান। ২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ২৩ ওয়ানডের সঙ্গে খেলেছেন ১৩ টি-টোয়েন্টিতে। সংখ্যাটা আর বাড়তে দিল না ঘাতক চোট। কব্জির চোটটা মারাত্মক আকার ধারণ করায় ডাক্তার ক্রিকেট না খেলার পরামর্শ দেন মাচানকে। সাসেক্সের এই ব্যাটসম্যান খেলোয়াড়ি জীবনের ঝুঁকি আর নেননি, বিদায় জানিয়ে দেন ক্রিকেটকে। অবসরের ঘোষণায় মাচান বলেছেন, ‘ডাক্তারের পরামর্শের পর আমার শরীরের দিকটাকেই বেশি গুরুত্ব দিয়েছি। আর কখনও খেলতে পারব না ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে আমার।’

সেই ১০ বছর বয়স থেকে সাসেক্সের সঙ্গে আছেন মাচান। কাউন্টি ক্রিকেট দিয়ে নিজেকে ঝালিয়ে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও সুযোগ হয়ে যায় তার। খেলেছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চ। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে খেলার মুহূর্তটা মাচানের কাছে সেরা উপলক্ষ, ‘দুটো বিশ্বকাপে (ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে বিশ্ব টি-টোয়েন্টি) বিশ্বসেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলার মুহূর্তটা নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের উজ্জ্বলতম জায়গা। এই স্মৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো আমার জীবনের শেষদিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে।’

৩৩ গড়ে মাচান ২৩ ওয়ানডেতে করেছেন ৭৩৪ রান। ৩টি হাফসেঞ্চুরির সঙ্গে একবার পেয়েছিলেন সেঞ্চুরির দেখাও। বল হাতেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে চিনিয়েছেন তিনি, ওয়াডেতে তার শিকার ৯ উইকেট। টি-টোয়েন্টিতে তার গড় ৪০’এর উপরে, ১৩ ম্যাচে করেছেন ৪০৭ রান। বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি