X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যে কারণে নেইমারের দলবদলে বাধা

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৭, ২২:২১আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০৩:৩১

নেইমার বার্সেলোনার বিজ্ঞাপনী পোস্টার থেকে সরিয়ে ফেলা হয়েছে নেইমারের ছবি। লিওনেল মেসিও শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যতের জন্য। এমনকি বার্সেলোনা খেলোয়াড়দের কাছ থেকেও বিদায় নিয়ে গেছেন তিনি। কিন্তু ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়া একরকম চূড়ান্ত হয়ে গেলেও নেইমারের দলবদল ঝুলে গেছে বৃহস্পতিবার। প্যারিস সেন্ত জার্মেই বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো জমা দিতে গিয়েছিল লা লিগার অফিসে। কিন্তু তাদের দেওয়া রিলিজ ক্লজের টাকা ফিরিয়ে দিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে লা লিগা থেকে জানানো হয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে, খেলোয়াড়ের (নেইমারের) আইনজীবি লা লিগা অফিসে এসেছিল ক্লজের টাকা জমা দিতে, কিন্তু তাদের দেওয়া টাকা প্রত্যাখ্যান করা হয়েছে।’ কিন্তু কেন? যেখানে বার্সেলোনা নিজেরাই নিশ্চিত করেছিল, বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পেলে ছেড়ে দেবে নেইমারকে। কারণ একটাই, সেটা হলো ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) শর্ত। নেইমারের দলবদলে প্যারিস সেন্ত জার্মেই এই আর্থিক নীতি লঙ্ঘন করছে বলে ধারণা লা লিগার।

এফএফপি’র শর্তে বলা আছে, একটি ক্লাব তিন বছরে ৩০ মিলিয়ন ইউরোর বেশি আর্থিক ক্ষতি দেখাতে পারবে না। ২০১১-১২ মৌসুম থেকে চালু হওয়া আরেকটি নিয়ম হলো, ইউরোপিয়ান কোনও ক্লাব মোট আয়ের চেয়ে ৩০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে পারবে না। ওই নিয়ম পিএসজি ভাঙছে কিনা, সেই সন্দেহ আগে থেকেই ছিল লা লিগার। তাই স্প্যানিশ লিগের প্রধান হাভিয়ের তেবাস আগেই জানিয়ে রেখেছিলেন, ‘যদি পিএসজি নেইমারের বাইআউট ক্লজের টাকা দিতে আসে, তাহলে সেটা নেওয়া হবে না।’ ‍বৃহস্পতিবার ব্রাজিলিয়ান খেলোয়াড়ের আইনজীবি হুয়ান দি দিয়োস চেক নিয়ে লা লিগা অফিসে গেলে হয়েছে সেটাই।

স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড়কে বাইআউট ক্লজের টাকা দিয়ে কিনতে হলে প্রথমে লা লিগায় জমা দিতে হয়, এরপর লা লিগা টাকা হস্তান্তর করে বিক্রি করা ক্লাবটিকে। নেইমারের বেলায় এই প্রক্রিয়াই অনুসরণ করেছে পিএসজি। কিন্তু তারা এফএফপি’র নিয়ম ভাঙছে বলে মনে করছে লা লিগা। তাদের ধারণা, উয়েফা এবং সংস্থাটির প্রধান আন্দ্রেয়া ত্রাভারসো এই নিয়ম ঠিকমতো অনুসরণ করছেন না। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে লা লিগা প্রধান এ ব্যাপারে বলেছেন, ‘ত্রাভারসো জানেন তিন বছরে ৩০ মিলিয়ন ইউরোর বেশি আর্থিক ক্ষতি হয়নি পিএসজির। কিন্তু তারা তাদের আয় বাড়িয়েছে অন্য উপায়ে।’

এই উপায় খুঁজতে গিয়েই ঝুলে গেছে নেইমারের দলবদল। ২২২ মিলিয়ন ইউরোর ‍হিসেব, এত সহজে কী আর মিলবে! মার্কা, বিবিসি

/কেআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা