X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শেষটাও রাঙানোর সংকল্প বোল্টের

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ১৮:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৮:৫৩

এবারের বিশ্ব অ্যাথলেটিকসই বোল্টের শেষ প্রতিযোগিতা ‘শুরু নিয়ে বিব্রত হয়ো না, কারণ সফলতার ধাপটা শেষে’ – এমন জীবন দর্শন অনুসরণ করে আজ তিনি জীবন্ত কিংবদন্তি। সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্টের কীর্তি সত্যিই অবিশ্বাস্য। স্প্রিন্টের সম্ভাব্য সব রেকর্ডের মালিকানা এই জ্যামাইকান তারকার দখলে। নিজেকে তিনি নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। বিশ্ব জয় করে বোল্ট অবশেষে বিদায় জানাচ্ছেন অ্যাথলেটিকসকে। 

লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপই তার শেষ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্ট আর ৪x১০০ মিটার রিলেতে অংশ নেবেন বোল্ট। তার শেষের শুরু হবে আজ শুক্রবার রাতে, ১০০ মিটারের হিটে। সেখানে সাফল্য পেলে ফাইনাল। বোল্টের ব্যর্থতা তো ‘অমাবস্যার চাঁদে’র মতো ব্যাপার! তার সাফল্য সম্পর্কে অ্যাথলেটিকস দুনিয়া আসলে নিঃসন্দেহই বলা যায়।

সাফল্য-ব্যর্থতা পরের ব্যাপার। এবারের বিশ্ব অ্যাথলেটিকসের পর বোল্টকে যে আর ট্র্যাকে দেখা যাবে না, এটাই সবচেয়ে বড় কথা। তাই হাহাকার পড়ে গেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জগতে।  

হাহাকারের কারণও আছে অবশ্য। অলিম্পিকে ৮টি আর বিশ্ব অ্যাথলেটিকসে ১১টি স্বর্ণ বিজয়ী অবিশ্বাস্য গতি দিয়ে অনেক দিন ধরে সম্মোহিত করে রেখেছেন ক্রীড়াপ্রেমীদের। ১০০, ২০০ মিটারের পাশাপাশি ৪x১০০ মিটার রিলের বিশ্ব রেকর্ডে জড়িয়ে আছে তার নাম। বেইজিং, লন্ডন আর রিও অলিম্পিকে এই তিনটি ইভেন্টেই স্বর্ণ জিতেছিলেন বোল্ট। তবে বেইজিংয়ে সতীর্থ নেস্টা কার্টার পরে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৪x১০০ মিটারে ‘ডিসকোয়ালিফায়েড’ হয়ে যায় জ্যামাইকা, আর শিরোপা ওঠে ত্রিনিদাদের হাতে।

এত সব সাফল্যে উজ্জ্বল ক্যারিয়ারের শেষটাও সফল হবে তো? বোল্টকে নিয়ে এমন প্রশ্ন ওঠার কথাই নয়। তবু উঠছে, কারণ এ মৌসুমে তার অনুজ্জ্বল পারফরম্যান্স। কিছু দিন আগে মোনাকোতে একটি প্রতিযোগিতায় ১০০ মিটার শেষ করেছেন ১০ সেকেন্ডের কাছাকাছি সময়ে। তবে বিদায়বেলায় কোনও চাপ নিচ্ছেন না বোল্ট। নির্ভার থেকে বিদায়টা রাঙানোর সংকল্প জ্যামাইকান গতি-দানবের, ‘সত্যি কথা বলতে, আমি এটাকে স্রেফ একটা প্রতিযোগিতা হিসেবেই দেখছি। আমার শেষ প্রতিযোগিতা বলে বাড়তি কোনও চাপ নিতে চাই না। আমি এখানে জেতার জন্য এসেছি, সেরাটা দিতে এসেছি।’

বোল্ট ক্যারিয়ারের শেষটাও রঙিন করে তুলতে পারেন কিনা, তা দেখার অপেক্ষায় ক্রীড়া বিশ্ব!  

/এফআইআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন