X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেসি এখনও নেইমারের ‘রোল মডেল’

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ১৯:২৯আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৯:৩৪

মেসি এখনও নেইমারের ‘রোল মডেল’ সান্তোসের এক খেলোয়াড়ের খোঁজ মিলল। নতুন পেলে নামে নাকি ডাকা হচ্ছে তাকে, ব্রাজিলিয়ান মিডিয়া ছাপিয়ে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল নামটা। ইউরোপিয়ান ক্লাবগুলো হুমড়ি খেয়ে পড়ল আগামীর তারকার জন্য। সে নিয়ে কত আলোচনা, কত গুঞ্জন, কত খবর! নেইমারের নামের সেই তরুণকে পেতে দলবদলের বিশ্বরেকর্ড গড়ার জন্যও প্রস্তুত ছিল নামিদামি সব ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দিয়ে অনেকটা চমকেই দিলেন তুলনামূলক কম অঙ্কের টাকায় নাম লিখিয়ে। কারণ হিসেবে তখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছিলেন, লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্ন থেকেই বেছে নিয়েছেন তিনি বার্সেলোনা।

অথচ সেই মেসির কারণেই নাকি ন্যু ক্যাম্প ছেড়ে দিয়েছেন তিনি, এমন গুঞ্জন তার ২২২ মিলিয়ন ইউরোর দলবদলের আগে-পরে সমানভাবে ভেসে বেড়িয়েছে বাতাসে। নতুন দল প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে গিয়ে সবার ভুলটা ভাঙলেন নেইমার। স্পষ্ট জানিয়ে দিলেন, মেসির কারণে কোনোভাবেই বার্সেলোনা ছাড়েননি তিনি, বরং আগেও যেমন তাকে আদর্শ মেনেছেন, মানবেন ভবিষ্যতেও।

বার্সেলোনায় মেসিই নেতা। তাকে ঘিরেই হয় দলের সব পরিকল্পনা। ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করা নেইমার বেরিয়ে আসতে চাইছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের ছাড়া থেকে, নেইমারের দলবদলের গুঞ্জনে স্প্যানিশ মিডিয়ায় শোনা গেছে এই আলোচনাই। পিএসজির পরিচয় পর্বে তাই সংবাদমাধ্যম থেকে ধেয়ে এসেছিল প্রশ্নটা- মেসির ছায়া থেকে বেরিয়ে আসতেই কি বার্সেলোনা ছাড়া? উত্তরে নেইমার সরাসরি বললেন, ‘না, বরং বিষয়টা পুরোপুরি উল্টো। বার্সেলোনার হয়ে খেলার অন্যতম প্রেরণার জায়গা ছিল লিওনেল মেসি। ও আমার রোল মডেল।’

যার সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন, তাকে সামনে পাওয়ার শুরুর মুহূর্তগুলো যেন চোখের সামনে ধরা দিল নেইমারের, ‘(বার্সেলোনায়) কোনও রকম চাপ ছিল না শুরুতে। একটা সমস্যাই হয়েছিল অনুশীলনের প্রথম সপ্তাহে, যখন আমি ভীষণ স্নায়ুচাপে ভুগেছিলাম আমার রোল মডেলের সঙ্গে অনুশীলন করে।’ যদিও মেসিই স্বাভাবিক করে তুলেছিলেন নেইমারকে, ‘তবে এক সপ্তাহ পর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলাম। সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলাটা খুব সহজ কারণ প্রত্যেক খেলোয়াড়ই চায় বিশ্বের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলে শিরোপা জিততে।’

‘বন্ধু’কে ধন্যবাদ জানাতেও ভুল হলো দলবদলে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের, ‘ধন্যবাদ দিতে চাই মেসিকে, কারণ ও আমাকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছিল। একসঙ্গে কাটানো চার বছরে অনেক কিছু শিখেছি তার কাছ থেকে।’ বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়