X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডে ফিরতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১৫:০৭আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৫:০৭

ইংল্যান্ডে ফিরতে চান রোনালদো স্প্যানিশ আদালতে কর ফাঁকির মামলা চলছে ক্রিস্তিয়ানো রোনালদোর বিরুদ্ধে। দিন কয়েক আগে রিয়াল মাদ্রিদ উইঙ্গারকে হাজিরাও দিতে হয়েছে আদালতে। কর ফাঁকির অভিযোগে কঠিন সময় পার করা রোনালদো স্পেন ছেড়ে যেতে পারেন, এমন গুঞ্জন উঠেছিল স্প্যানিশ মিডিয়ায়। রোনালদো নিজেও কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন রিয়াল ছাড়ার! যেখান থেকে ২০০৯ সালে যোগ দিয়েছিলেন মাদ্রিদের ক্লাবে, সেই ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে রোনালদো যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। ম্যানইউয়ের হয়ে ইংল্যান্ডে দারুণ সময় পার করেছেন তিনি। এখনও তার মনের মধ্যে আছে ইংলিশ ক্লাবটি। ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার কথাও শুনিয়েছেন বেশ কয়েকবার। এবার নির্দিষ্ট কোনও ক্লাবের নাম উল্লেখ না করলেও ইংল্যান্ডে ফেরার কথা বলেছেন স্পষ্ট করে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগিজ অধিনায়ক বলেছেন, ‘ইংল্যান্ডে এই ধরনের (কর জটিলতা) কোনও সমস্যার সম্মুখীন হয়নি, তাই আমি ওখানে ফিরতে চাই। আমি সবসময় কর পরিশোধ করেছি, সবসময়। সেটা যেমন ইংল্যান্ডে, তেমনি স্পেনে।’

স্প্যানিশ আদালতে মামলা হওয়ার পর রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জন শুরু। ওই সময় চারবারের ব্যালন ডি’অর জয়ী জাতীয় দল পর্তুগালের হয়ে খেলতে গিয়েছিলেন কনফেডারেশনস কাপ। জাতীয় দলের সতীর্থদের নাকি জানিয়ে দিয়েছিলেন তিনি রিয়াল ছাড়ার সিদ্ধান্ত। গত কিছুদিন কথাটা আড়ালে চলে গেলেও রোনালদো আবার সামনে আনলেন তা। এবার অবশ্য আড়ালে নয়, সামনাসামনি জানিয়েছে দিয়েছেন নিজের ইচ্ছার কথা।

কর ফাঁকির অভিযোগ তাকে কতটা আঘাত করেছে, তা বুঝতে বাকি থাকল না তার এই কথায়, ‘সবাই জানে আমি কোনও কিছু লুকাই না। তাই আমার সম্পর্কে এ ধরনের কথা উঠাটা সত্যি হাস্যকর। আমি হলাম খোলা বই।’ সঙ্গে যোগ করলেন, ‘আপনার কোনও কিছু করার দরকার নেই, শুধু গুগলে গিয়ে আমার নামটা টাইপ করুন, দেখবেন ক্রিস্তিয়ানো সম্পর্কে সবকিছু জানতে পারবেন।’ উদাহরণ হিসেবে পর্তুগিজ তারকা টেনে এনেছেন, ‘ফোবর্স ম্যাগাজিন আমার সব আয়ের বর্ণনা দিয়েছে কিন্তু কিছুদিন আগেই।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী