X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে আছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৭, ১১:২৮আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৯:১৪

ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে আছেন নেইমার দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাছাইপর্বের শেষ চার ম্যাচ হালকা মেজাজে খেলতেই পারে। কোচ তিতেও ইঙ্গিত দিয়েছিলেন তেমনটা- বিশ্বকাপের আগে ঘরোয়া ফুটবলারদের একটু পরীক্ষা নিতে চান তিনি। কিন্তু উল্টো চিত্র দেখা গেল বৃহস্পতিবার দল ঘোষণার পর। ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল।

বার্সেলোনা থেকে রেকর্ড দামে প্যারিস সেন্ত জার্মেইয়ে যাওয়ার পর প্রথমবার ব্রাজিলের জার্সি পরবেন নেইমার। আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন ২৫ বছর বয়সী। পিএসজির সতীর্থ মারকুইনহোস, দানি আলভেস ও থিয়াগো সিলভার সঙ্গে খেলবেন তিনি।

ফরাসি ক্লাবে নেইমারের চলে যাওয়া সম্পর্কে তিতে বলেছেন, ‘সে নতুন চ্যালেঞ্জ খুঁজছে। তার ভাবনায় ছিল নতুন ক্লাব ও ক্যারিয়ার পরিকল্পনা। আসল ব্যাপার হলো ফুটবল উপভোগ করা। দুটি জিনিস হলো মুখ্য: সমর্থকরা ও খেলোয়াড়। তাকে তার ক্লাবে সুখী হতে দিন। মানিয়ে নেওয়ার ও সেরাটা দেওয়ার সুযোগ দিন।’

নেইমারের সঙ্গে আক্রমণভাগে আছেন গ্যাব্রিয়েল হেসুস, রবার্তো ফিরমিনিয়ো ও তাইসন। আছেন লিভারপুলের ফিলিপ কৌতিনিয়োও। জায়গা পাননি দাভিদ লুইজ ও দগলাস কস্তা। দলে নতুন মুখ গোলরক্ষক এডারসন। রিও অলিম্পিকে ব্রাজিলের স্বর্ণজয়ী দলের লুনা ভিয়েরা সুযোগ পাচ্ছেন জাতীয় দলে।

আগামী ৩১ আগস্ট পোর্তো অ্যালেগ্রেতে ইকুয়েডরকে স্বাগত জানাবে ব্রাজিল। এর পর ৫ সেপ্টেম্বর তারা খেলবে কলম্বিয়ার মাঠে।

ইকুয়েডর ও কলম্বিয়া ম্যাচের ব্রাজিল দল

গোলরক্ষক- অ্যালিসন, এডারসন, ক্যাসিকো; ডিফেন্ডার- দানি আলভেস, ফ্যাগনার, ফিলিপ লুইস, মার্সেলো, মিরান্দা, মারকুইনহোস, থিয়াগো সিলভা, রোদ্রিগো কাইও; মিডফিল্ডার- কাসেমিরো, ফার্নান্দিনিয়ো, পাউলিনিয়ো, রেনাতো অগাস্ত, উইলিয়ান, গিউলিয়ানো, ফিলিপ কৌতিনিয়ো, লুয়ান; ফরোয়ার্ড- নেইমার, গ্যাব্রিয়েল হেসুস, রবার্তো ফিরমিনিয়ো, তাইসন। এসবিএস

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন