X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দিবালার স্বপ্নের ১০ নম্বর জার্সি

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৭, ১৯:৩৭আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৯:৪৩

জুভেন্টাসের ১০ নম্বর জার্সি গায়ে দিবালা নেইমার চলে গেছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। বার্সেলোনায় তার জায়গায় পূরণে অনেকেই নামই শোনা যাচ্ছে ইউরোপিয়ান মিডিয়ায়। যার মধ্যে আছে পাউলো দিবালার নামটাও। জুভেন্টাসের জার্সি গায়ে ইতিমধ্যেই ফুটবল বিশ্বে নিজের নাম ছড়িয়ে দেওয়া আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে বিক্রি না করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে ইতালিয়ানি ক্লাবটি। তাকে ঘিরেই যে ‘তুরিনের বুড়িরা’ সামনের মৌসুমের দল সাজাচ্ছে, সেটা আরও স্পষ্ট হয়ে গেল দিবালা ঐতিহ্যবাহী ’১০ নম্বর’ জার্সি পাওয়ায়।

জিনেদিন জিদান, আন্দ্রেয়া পিয়েরলো, আলেসান্দ্রো দেল পিয়েরো ও রবার্তো ব্যাজিও’র মতো তারকা খেলোয়াড়রা পরেছেন জুভেন্টাসের ১০ নম্বর জার্সি। কিংবদন্তি এই খেলোয়াড়দের মতো ১০ নম্বর জার্সি গায়ে জড়ানো ছিল দিবালার স্বপ্ন। যে স্বপ্নটা পূরণ হয়ে গেল নতুন মৌসুমের শুরুতে। সবশেষ পল পগবার গায়ে ছিল এই জার্সিটি। গত মৌসুমে জুভেন্টাস ছেড়ে ফরাসি মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ায় এতদিন ফাঁকাই ছিল জার্সিটি। এবার সেটা গায়ে জড়ানোর সুযোগ পেলেন দিবালা।

আর্জেন্টাইন তারকা এতদিন খেলেছেন জুভেন্টাসের ২১ নম্বর জার্সি গায়ে। পালেরমো ছেড়ে ২০১৫ সালে জুভেন্টাসে যোগ দিয়ে নিজেকে প্রতিনিয়ত নতুন করে চেনাচ্ছেন ২৩ বছর বয়সী এই তারকা। গত মৌসুমে জুভেন্টাসের রেকর্ড টানা ষষ্ঠ সিরি ‘এ’ জেতার পথে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সব ধরনের প্রতিযোগিতা মিলে ২০১৬-১৭ মৌসুমে ৪৮ ম্যাচে করেছেন তিনি ১৯ গোল।

২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের দিকে নজর পড়েছে বার্সেলোনার। নেইমারের জায়গা পূরণে তারা দিবালার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর ইউরোপিয়ান মিডিয়ায়। যদিও সেই সম্ভাবনা খুব একটা আছে বলে মনে হচ্ছে না জুভেন্টাসের ১০ নম্বর জার্সি পাওয়ার পর! মেইল অনলাইন

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ