X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৭ গোলের থ্রিলারে আর্সেনালের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ১০:২৯আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৬:৫২

জিরদের গোলেই নিশ্চিত হয় আর্সেনালের জয় শুরুতেই জমে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ। ২০১৭-১৮ মৌসুমের প্রথম ম্যাচটাই ছিল উত্তেজনায় ভরা। তা হওয়ারই কথা, ২০১৬ সালের চ্যাম্পিয়ন লিস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেছিল যে আর্সেনাল। দর্শকদের প্রত্যাশা পূরণ করে এমিরেটস স্টেডিয়ামে চমৎকার এক ম্যাচ মঞ্চায়িত করেছে দল দুটি। গোলের পর গোল করে গোটা ৯০ মিনিট মাতিয়ে রেখে মৌসুমের প্রথম ম্যাচেই উপহার দিয়েছে ৭ গোল। রোমাঞ্চকর এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। ৭ গোলের থ্রিলারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে গানাররা।

ঘরের মাঠে শুরুতেই গোলোৎসব করে আর্সেনাল। ম্যাচ ঘড়ির দ্বিতীয় মিনিটেই তারা এগিয়ে যায় আলেজান্দ্রে লাকাজেত্তের লক্ষ্যভেদে। গ্রীষ্মের দলবদলেই অলিম্পিক লিওঁ থেকে আর্সেনালে নাম লেখানো এই স্ট্রাইকার অভিষেকেই পেয়ে যান গোলের দেখা। মোহাম্মদ এলনেনির ক্রস থেকে চমৎকার হেডে বল জালে জড়ান তিনি। পাল্টা জবাব দিতে দেরি করেনি লিস্টার, ৩ মিনিট পরই তাদের সমতায় ফেরান শিনঝি ওকাজাকি। আর্সেনাল গোলরক্ষক পেত্র চেখ বল ক্লিয়ার করতে গোলপোস্ট ছেড়ে গেলে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন তিনি।

শুরুতে পিছিয়ে পড়া এই লিস্টারই কিন্তু এগিয়ে গিয়েছিল ২৯তম মিনিটে। এক বছর আগে লিস্টারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের নায়ক জেমি ভার্ডি নতুন মৌসুমের শুরুতেই প্রতিপক্ষদের জন্য দিয়ে রাখলেন সতর্কবার্তা। আলব্রিগটনের মাপা ক্রস বক্সের ভেতর থেকে জালে জড়ান ইংলিশ স্ট্রাইকার। প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য স্কোরলাইন ২-২ করে আর্সেনাল ড্যানি ওয়েলবেকের লক্ষ্যভেদে। লিস্টারের রক্ষণভাগের ভুলে পাওয়া সুযোগটা নষ্ট করেননি ইংলিশ ফরোয়ার্ড।

এই গোলেই সর্বনাশ লিস্টার সিটির দ্বিতীয়ার্ধেও গোলোৎসব চলেছে এমিরেটস স্টেডিয়ামে। ৫৬ মিনিটে লিস্টার আবারও লিড নেয় ভার্ডি দ্বিতীয়বার জাল খুঁজে পেলে। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে এগিয়ে নেন তিনি দলকে। তার ওই গোলটাই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল লিস্টারকে। কেননা ৮৩ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল যে সফরকারীরাই। কিন্তু ২ মিনিটের একটা ঝড়ে সব হিসাব যায় পাল্টে। ৮৩ মিনিটে অ্যারন রামসির লক্ষ্যভেদে সমতায় ফেরা আর্সেনাল ৮৫ মিনিটে জয় নিশ্চিত করে অলিভিয়ের জিরদের চমৎকার গোলে। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন