X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হ্যাজলউডের চোখে বাংলাদেশ বিশ্বমানের দল

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ২১:৩০আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২১:৩২

হ্যাজলউডের চোখে বাংলাদেশ বিশ্বমানের দল ইনজুরিতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে দলের সঙ্গী হতে পারবেন না দুই পেসার মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসন। তাদের অভাব ঘোচানোর দায়িত্বটা এখন পড়েছে জশ হ্যাজলউডের কাঁধে। তবে বাড়তি এ দায়িত্বকে বোঝা ভেবে বিচলিত হচ্ছেন না ডানহাতি এ পেসার। অ্যাশেজ সিরিজে জায়গা পাকা করতে এ সফরকে সুযোগ হিসেবে দেখছেন হ্যাজলউড। ‘বিশ্বমানের বাংলাদেশের’ বিপক্ষে ভালো কিছু করতে চান তিনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজে স্টার্ক ও প্যাটিনসন না থাকায় পেস আক্রমণের নেতৃত্ব দেবেন হ্যাজলউড। পেস বোলিংয়ে তাকে সঙ্গ দেবেন প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ড। স্পিনের দায়িত্ব নেবেন নাথান লিয়ন, অ্যাশটন আগার ও মিচেল সুয়েপসন। হ্যাজলউড তার সতীর্থ বোলারদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকতে চান পারফরম্যান্স দিয়ে।

ডারউইনে অনুশীলন ক্যাম্পে রবিবার হ্যাজলউড জানালেন, পেস বিভাগের নেতৃত্ব দিতে আত্মবিশ্বাসী তিনি। প্রাণবন্ত এ পেসার বলেছেন, ‘আমাদের দলে অল্প কয়েকজন পেসার। স্পিনাররাও আছেন বেশ কয়েকজন। আমরা সবাই একসঙ্গে খাটছি। আমি মনে করি আমরা ভালো করব। পেস বিভাগের নেতৃত্বে আমি নিজেকে দেখছি।’

এর পরই হ্যাজলউডের কণ্ঠে সতর্কবার্তা। দেশের মাটিতে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর জেনেছেন তিনি। সর্বশেষ দেশের মাটিতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জিতে সিরিজ ১-১ এ ড্র করার খবর গেছে ২৬ বছর বয়সী পেসারের কানে। তাই বাংলাদেশকে মোটেও হালকাভাবে দেখছেন না তিনি। ৩০ টেস্টে ১১৮ উইকেট নেওয়া এ পেসার বলেছেন, ‘তারা বিশ্বমানের একটি দল। চ্যাম্পিয়নস ট্রফিতে তারা বেশ কিছু ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এছাড়া ঘরের মাঠে তারা খুব ভালো টেস্ট খেলে। নিশ্চয়ই আমরা তাদের হালকাভাবে নিতে পারি না।’ হিন্দুস্তান টাইমস, ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা