X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘তামিমের ইনজুরি গুরুতর নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৭, ২২:৩২আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২২:৩৮

তামিম ইকবাল যত ‘অদ্ভুত’ ইনজুরি যেন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গী! গত জুনে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের পর হোটেলের দরজায় ধাক্কা খেয়ে রুবেল হোসেনের বাম চোখ আর কানের মাঝখানের হাড় সরে গিয়েছিল। এবার তামিম ইকবাল ‘মাঠের বাইরের’ ইনজুরির শিকার। তবে দেশের সেরা ওপেনারের চোট গুরুতর নয় বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে রান আউট হয়ে ফেরার পর ‘অদ্ভুত’ ইনজুরিতে পড়েন তামিম। হতাশ হয়ে ড্রেসিং রুমের দরজায় ব্যাট দিয়ে আঘাত করেছিলেন তিনি। দরজার সঙ্গে থাকা কাচ ভেঙে একটি টুকরা ঢুকে যায় তার পেটে। চারটি সেলাই নিয়ে আপাতত বিশ্রামে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান।

সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। দুই টেস্টের সিরিজকে সামনে রেখে রবিবার ক্রিকেটাররা অনুশীলন করলেও স্বাভাবিকভাবেই তামিম ছিলেন না। তবে এ নিয়ে চিন্তিত নন নান্নু। প্রধান নির্বাচকের বিশ্বাস, কয়েক দিন বিশ্রাম নিলেই তামিম পুরোপুরি সেরে উঠবেন, ‘তামিমের ইনজুরি তেমন গুরুতর নয়। আশা করছি কয়েক দিনের মধ্যে সেরে উঠে সে অনুশীলন শুরু করতে পারবে।’

আগামী ১৬ ও ১৭ আগস্ট দুই দিনের প্রস্তুতি ম্যাচে তামিমের খেলার ব্যাপারেও  নান্নু আশাবাদী, ‘আজ বা আগামীকাল তামিমের সেলাই কাটা হবে। তারপরই তার  অবস্থা বোঝা যাবে। তবে আমি নিশ্চিত, তার বড় ধরনের কোনও সমস্যা হয়নি। অনুশীলন শুরু করতে না পারলেও শেষ প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া যাবে।’

অস্ট্রেলিয়া সিরিজে তামিমকে পাওয়ার আশা জানিয়ে প্রধান নির্বাচকের মন্তব্য, ‘তামিমের ইনজুরি আমাদের জন্য অবশ্যই ভয়ের বিষয়। কারণ সে আমাদের দলের সেরা খেলোয়াড়। তবে অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

আগামী ১৮ আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ২৭ আগস্ট মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম, শুরু হবে ৪ সেপ্টেম্বর থেকে।

/আরআই/এএআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে