X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

জঙ্গি হামলার পরেও পাকিস্তান সফরে যেতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ১৩:৫৬আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৪:০৫

২০০৯ সালের ৩ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জঙ্গিদের অতর্কিত হামলায় আক্রান্ত হয়েছিল শ্রীলঙ্কার পুরো টিম বাস। পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সেই দিনটির কথা হয়তো ভুলতেই পারবে না শ্রীলঙ্কা। ২০০৯ সালের ৩ মার্চ জঙ্গিদের অতর্কিত হামলায় আক্রান্ত হয়েছিল শ্রীলঙ্কার পুরো টিম বাস।  আহত হয়েছিলেন ৭ ক্রিকেটার। আর সেই শ্রীলঙ্কাই ৮ বছর পর পাকিস্তানে সফর করতে উঠে পড়ে লেগেছে! এশিয়ার সভাতেই এমন আভাস দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। সেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি ম্যাচের কথাই বলেছেন তিনি।

সভা শেষে লঙ্কান সভাপতি জানিয়েছেন, এই বছরের সেপ্টেম্বরে সব কিছু চূড়ান্ত হলে হতে পারে ‘ঐতিহাসিক’ এই সফর। শ্রীলঙ্কান সভাপতি তেমন আভাস দিয়েই বলেছেন, ‘এশিয়ার একতার ওপরই নির্ভর করছে বিশ্ব ক্রিকেট। আমাদের একে অপরের সমস্যার কথা ভাবতে হবে, দেখতে হবে। এটাই এসিসির আসল উদ্দীপনার জায়গা। আমি আমাদের দলকে সেখানে নিয়ে যেতে চাই। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে একটি ম্যাচ সেখানে খেলবো।’

শুধু আভাসই নয়, শ্রীলঙ্কা যে একভাবে সেখানে যাওয়ার পূর্বপ্রস্তুতি সেরে ফেলেছে সে বিষয়টিও সামনে নিয়ে আসেন সুমাথিপালা, ‘আমাদের নিরাপত্তা প্রতিনিধিরা সেখানে সফর করেছে। সবকিছুই ইতিবাচক মনে হচ্ছে। বিশেষ করে লাহোর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সবুজ সঙ্কেত পেয়েছে।  সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবো। তখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। সেই সিরিজের একটি ম্যাচ অন্তত সেখানে খেলতে চাই।’

পাকিস্তানের বিভীষিকাময় সেই ঘটনার পর বড় টেস্ট খেলুড়ে দেশগুলো আর সেখানে সফরে যায়নি। শুধু মাঝখানে জিম্বাবুয়ে আন্তর্জাতিকভাবে সফর করেছে সেখানে।  লাহোরে তারা ৫টি ওয়ানডে খেলেছিল ২০১৫ সালের সেই সফরে। যদিও বলা হচ্ছিল অর্থের টোপ দিয়েই তাদের সেখানে এনেছিল পাকিস্তান। দীর্ঘদিন পর শ্রীলঙ্কা সেখানে খেলার ব্যাপারে আগ্রহ দেখালেও কিছুদিন আগে সেখানে না যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিরাপত্তার কারণে সেখানে বিশ্ব একাদশের সিরিজে চুক্তিবদ্ধ কাউকে না পাঠানোর কথা জানিয়েছে কিউইরা। এই অবস্থায় শ্রীলঙ্কার এমন সিদ্ধান্ত-খাল কেটে কুমির ডেকে আনার মতোই!

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়