X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোনালদো ৫ ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ২০:৩২আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২০:৫৫

লাল কার্ড দেখার পর রোনালদোর ক্ষোভ এক ম্যাচ যে নিষিদ্ধ হচ্ছেন, সেটা নিশ্চিত হয়েই ছিল। তবে রেফারিকে ধাক্কা মারার শাস্তি হিসেবে কতটা চড়া মূল্য দিতে হয় ক্রিস্তিয়ানো রোনালদোকে, সেটাই ছিল দেখার। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) কঠিন শাস্তিই দিয়েছে রিয়াল মাদ্রিদ তারকাকে। বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে লাল কার্ড ও রেফারিকে ধাক্কা মারার অপরাধে ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রোনালদো।

বুধবার স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে মাঠে নামবে আবার বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুর দ্বিতীয় লেগের আগে কোনও সিদ্ধান্ত আসবে না বলেই শোনা গিয়েছিল স্প্যানিশ মিডিয়ায়। তবে অপরাধটা গুরুতর হওয়ায় সোমবারই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ঘোষণা করেছে রোনালদোর শাস্তি। রবিবার রাতের ঘটনায় পর্তুগিজ তারকাকে নিষিদ্ধ করেছে তারা ৫ ম্যাচের জন্য। যাতে সুপার কাপের দ্বিতীয় লেগ তো বটেই, রোনালদো খেলতে পারবেন না দেপোর্তিভো লা করুনা, ভ্যালেন্সিয়া, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার প্রথম চার ম্যাচ।

শুধু ৫ ম্যাচের নিষেধাজ্ঞা নয়, আর্থিক জরিমানাও করা হয়েছে রিয়াল মাদ্রিদ ও রোনালদোকে। মাদ্রিদের ক্লাবটি অবশ্য আরএফইএফ’-এর দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে সামনের ১০ দিনের মধ্যে।

রবিবার রাতে ন্যু ক্যাম্পে সুপার কাপের প্রথম লেগে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল। উত্তেজনা ছড়ানো ম্যাচটি রিয়াল জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে, যেখানে সফরকারীদের দ্বিতীয় গোলটি করেছিলেন রোনালদো। দুর্দান্ত গোল করে পর্তুগিজ তারকা বুনো উল্লাসে মেতে ওঠেন তার জার্সি খুলে। স্বাভাবিকভাবেই হলুদ কার্ড দেখেন এই অপরাধে। ৮০ মিনিটের ওই ঘটনার মিনিট দুয়েক পর রোনালদো বার্সেলোনার ডি বক্সে ‘ডাইভ’ দিলে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে দেখেন লাল কার্ড। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি তার, ক্ষুব্ধতা প্রকাশ করেন তিনি রেফারি রিকার্দো দি বারগোসকে হাত দিয়ে ধাক্কা মেরে। দ্বিতীয় এই অপরাধেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন কঠিন শাস্তি দিয়েছে চারবারের ব্যালন ডি’অর জয়ীকে। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা