X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে বোলার ম্যাক্সওয়েলকেও চান স্মিথ

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৭, ১৪:২৩আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৪:৪১

গ্লেন ম্যাক্সওয়েল এ বছরের শুরুতে ভারতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। দারুণ ওই ইনিংসের কারণে দলে তার জায়গা পাকা হয়ে গেছে। কিন্তু ওই সফরে এ অলরাউন্ডারের হাতে সেভাবে বল না দেখে বিস্মিত হয়েছিল অনেকে। এনিয়ে প্রশ্নও শুনেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ডারউইনে প্রস্তুতি ক্যাম্পে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অসি অধিনায়ক। বাংলাদেশ সফরে ম্যাক্সওয়েলকে বল হাতে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

ম্যাক্সওয়েল অলরাউন্ডার হলেও ভারতে তৃতীয় ও চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার ২৮৭.৪ ওভারের মধ্যে মাত্র ৬ ওভার বল করেছিলেন। এ মৌসুমে ৭ ওয়ানডে খেললেও কোনও বল করতে দেখা যায়নি এ অফ স্পিনারকে। স্মিথ বলেছেন, আরেক অফ স্পিনার নাথান লিয়ন দুর্দান্ত ফর্মে আছেন বলেই বোলিং ক্রিজে সুযোগ পাচ্ছেন না ম্যাক্সওয়েল।

তবে অফ স্পিনে সুফল পেলে বাংলাদেশে ম্যাক্সওয়েল সুযোগ পেতে পারেন। এমনটাই বলে রেখেছেন স্মিথ, ‘ওই সফরে (ভারত) আমাদের ছিল নাথান। সে একই রকম বল করে এবং খুব ভালো করছিল। তাই আমি তার (ম্যাক্সওয়েল) সুযোগ দেখিনি। কিন্তু কে জানে, যদি সে ভালো বোলিং করে এবং অফ স্পিনাররা দারুণ করে তাহলে নিশ্চয় সে অনেক সুযোগ পাবে। আশা করি সে তার বোলিং নিয়ে কাজ করবে। বল ভালো করতে থাকলে আমাদের হাতে আরও একটি বিকল্প থাকবে।’

ম্যাক্সওয়েলও প্রস্তুত বোলিং করতে। এজন্য কাজ করে যাচ্ছেন তিনি। বোলিং কৌশলে কিছুটা পরিবর্তন এনে দলে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত হতে চান এ অফ স্পিনার, ‘এই সফরে (বাংলাদেশ) আমি খেলতে চাই। আশা করি দেখাতে পারব যে বোলিং নিয়ে অনেক কাজ করেছি। আমি বোলিং করতে চাই। আমি রান আপ কিছুটা ছোট করেছি। দলের ৬ নম্বর জায়গা পাকা করতে আমার জন্য বোলিং হবে বাড়তি যোগ্যতা।’

আগামী ২৭ আগস্ট ও ৪ সেপ্টেম্বর বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী