X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা সম্ভব: মাশরাফি

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৭, ১৯:৪৬আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৯:৪৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা সম্ভব: মাশরাফি প্রায় এক যুগ পর আবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ২০০৬ সালের পর প্রথম টেস্ট খেলতে আসছে তারা পুরো শক্তির দল নিয়ে। স্টিভেন স্মিথদের বিপক্ষে তাই কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে মুশফিকুর রহিমদের। যদিও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আশাবাদী। ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটির টেস্ট সিরিজে যেমন পারফরম করেছে বাংলাদেশ, ঠিক সেটার পুনরাবৃত্তি করতে পারলে মুশফিকদের জেতা সম্ভব বলে জানিয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে।

শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তাদের হারিয়ে এসেছে বাংলাদেশ। তার আগে টেস্ট ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডকে ঘরের মাঠে হারিয়ে দেয় টাইগাররা। চট্টগ্রামে প্রথম টেস্টে লড়াই করে ২২ রানে হারলেও মিরপুরে স্বাগতিকরা দুর্দান্ত জয় তুলে নেয় ১০৮ রানে। ১০ মাস আগের ওই পারফরম্যান্স আবার মাঠে দেখাতে পারলে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব বলে মনে করছেন মাশরাফি। তাই বলে আবার খেলোয়াড়দের ওপর কোনও চাপও তৈরি করতে চাইলেন না ‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে, ‘খেলোয়াড়দের ওপর অযথা কোনও চাপ তৈরি করতে চাই না, তবে চমৎকার একটা টেস্ট সিরিজের আশা করছি। অস্ট্রেলিয়া হলো বিশ্বের সবচেয়ে আবেগী টেস্ট দল, আর এবার তাদের সেরা দলটাই আসছে বাংলাদেশে। (প্যাট) কামিন্স, (জশ) হ্যাজেলউড ও (নাথান) লিওনের মতো বোলারদের নিয়ে গড়া তাদের বোলিং লাইন-আপ।’

তবে নিজেদের সেরাটা দিলে বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব বলে মনে করছেন মাশরাফি, ‘কাজটা মোটেও সহজ হবে না আমাদের দলের জন্য। তবে আমরা যদি এক লেভেল উপরে পারফম করি, যেমনটা করেছি ইংল্যান্ডের বিপক্ষে, তাহলে জেতা সম্ভব। যদিও ফলের ব্যাপারে কোনও ধরনের চাপ তৈরি করতে চাই না।’ ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!