X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্মিথ-ওয়ার্নারদের বিপক্ষে মিরাজের লক্ষ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৮:০৯আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৮:১১

স্মিথ-ওয়ার্নারদের বিপক্ষে মিরাজের লক্ষ্য ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন তরুণ এই অলরাউন্ডার। দুই টেস্টের সিরিজে ১৯ উইকেট নিয়ে রেকর্ডবুকে নামও তুলে ফেলেন তিনি। চলতি মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া দুই টেস্টেও আগের ধারাবাহিকতা ধরে করতে চান মিরাজ। যদিও নিজেই আবার জানিয়েছেন, অভিষেক সিরিজের মতো সাফল্য পাওয়া কঠিন হবে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার ‍লিগ (সিপিএল) খেলতে গিয়েছিলেনি মিরাজ। দুই সপ্তাহ কুড়ি ওভারের টুর্নামেন্টে কাটিয়ে এলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। টুর্নামেন্টটির মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছে মিরাজকে অস্ট্রেলিযার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে। সিপিএল থেকে ফিরে বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়া মিরাজ দুপুরে মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। সেখানেই তিনি তার লক্ষ্যের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে এই অলরাউন্ডারের বক্তব্য, ‘আগের সিরিজগুলোতে যেভাবে করেছি, ঠিক সেভাবেই কাজ করতে চাই।  ইংল্যান্ডের বিপক্ষে যেটা হয়েছে, সেটা সবসময় করা সম্ভব না। ওটা  ছিল অপ্রত্যাশিত। তারপরও সব কিছু মিলিয়ে চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার।’ সঙ্গে যোগ করলেন, ‘দলের প্রয়োজন মতো পারফরম করার চেষ্টা করব। ভালো সময়ে ব্রেক থ্রু এনে দিয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমার ও দলের জন্য ভালো হবে। এগুলোতেই আমার নজর।’

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মাত্র চারটি টেস্ট খেলেছে। অনেক বছর পর আবারও অস্ট্রেলিয়াকে সামনে পেয়ে মাঠে নামতে মুখিয়ে আছে ক্রিকেটাররা। বিশেষ করে দলের তরুণ ক্রিকেটাররা। মিরাজ তো অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলাকে বড় সুযোগ হিসেবে দেখছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা আমার জন্য বড় সুযোগ। খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। প্রত্যাশা থাকবে ভালো কিছু করার। নিজের মাটিতে খেলা, চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে সেরা সাফল্য পেতে। সাকিব-তাইজুল ভাই আছেন, দলের অন্য যারা আছেন, সবাই যার যার পজিশন থেকে ভালো কিছু করলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু সম্ভব।’

সিপিএলে খেলতে যাওয়ার কারণে ক্যাম্পে ছিলেন না মিরাজ। প্রস্তুতিতে এটা কোনও প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘ওখানে সাদা বলে কাজ করা হয়েছে, লাল বলে আজই (বুধবার) শুরু করলাম। ১০-১২ দিন সময় আছে। এ সময়ে নিজের যে স্টক বোলিং আছে, সেগুলো প্রয়োগ করে অনুশীলন শুরু করব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা