X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাল ফতুল্লায় যাবে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ২০:০৮আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২০:০৯

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল ঢাকায় অস্ট্রেলিয়া দল পা রাখবে ১৮ আগস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২২ থেকে ২৩ আগস্টের ওই প্রস্তুতি ম্যাচের এক সপ্তাহ বাকি নেই, অথচ এখনও ঠিক হয়নি ভেন্যু! বিসিবির প্রথম পছন্দ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। কিন্তু বৃষ্টির কারণে ফতুল্লার এই মাঠ খেলার উপযোগী নয়। যদিও গত দুই দিন এনএসসি ও বিসিবি মিলে স্টেডিয়ামটি খেলার উপযুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ওখানে খেলা সম্ভব হবে কিনা, সেটা দেখতে আগামীকাল (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল যাচ্ছে ফতুল্লায়।
স্টিভেন স্মিথরা বাংলাদেশে পা রাখার আগে তাদের প্রতিনিধি দল এসেছে ঢাকায়। মূলত সুযোগ-সুবিধাগুলো পরীক্ষা-নিরীক্ষা করতেই তাদের আসা। মঙ্গলবার রাতে নিরাপত্তা প্রধান শন ক্যারল ও অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ম্যানেজার ফ্রাঙ্ক ডিমাসি এসেছেন বাংলাদেশে।

বুধবার সকালে প্রতিনিধি দলটি মোহাম্মদপুরের ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে মাঠ পরিদর্শন করছেন। পরিদর্শন শেষে সন্তুষ্টিই ঝড়েছে শন ক্যারলের মুখে, ‘মাঠ দেখে আমরা সন্তুষ্ট। আগামীকাল ফতুল্লা স্টেডিয়াম দেখতে যাব। এরপর সিদ্ধান্ত নিতে পারব কোথায় আসলে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলা উচিত।’ আর এই সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে আসবে বলেও জানিয়েছেন ক্যারল, ‘আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা আমাদের পরিদর্শনের কাজ শেষ করব। এরপর বিসিবির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব কোন ভেন্যুটা আমাদের জন্য ভালো হয়।’

এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘তারা আজ (বুধবার) একটি গ্রাউন্ড (ইউল্যাব মাঠ) পরিদর্শনে গিয়েছেন। কাল (বৃহস্পতিবার) যাবেন ফতুল্লা স্টেডিয়াম দেখতে। আমাদের প্রস্তুতিগুলো সরাসরি দেখবেন তারা। তারপর হয়তো এই ব্যাপারে তাদের মতামত জানাবেন।’

গত দুই দিন ফতুল্লা স্টেডিয়ামে এনএসসি ও বিসিবি মিলে কাজ করছে। সামনের দিনগুলোতে ভারী বৃষ্টিপাত না হলে খেলার উপযোগী করা খুব কঠিন হবে না বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী, ‘খেলা চালানোর মতো উপযোগী করা যাবে, তবে সেক্ষেত্রে প্রাকৃতিক অবস্থার উন্নতি হতে হবে। যদি রোদ ওঠে, তাহলে ম্যাচ আয়োজন সম্ভব। আমরা আমাদের কিউরেটরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন দুই দিন সময় পেলে মাঠটা পুরোপুরি প্রস্তুত করা সম্ভব।’

ফতুল্লার পর বিসিবির দ্বিতীয় পছন্দ বিকেএসপি। সেখানেও অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বুধবার হকি স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা চাইছি ফতুল্লাতে ম্যাচটি আয়োজনের। সেই লক্ষ্যে বিসিবি এবং এনএসসি কাজ করছে। আশা করি খেলার উপযোগী হয়ে উঠবে মাঠ।’ সঙ্গে যোগ করেছেন, ‘যদি শেষ পর্যন্ত তা না হয়, তাহলে বিকেএসপিতে ম্যাচটি হবে। আগামী ১৯ আাগস্ট তারা (প্রতিনিধি) বিকেএসপি পরিদর্শনে যাবেন।’

যদিও আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আগামী ২৫-২৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তা-ই নয়, গোটা আগস্ট জুড়েই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আসলে আবহাওয়ার ওপর নির্ভর করা ছাড়া কোনও উপায় নেই বিসিবির।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা