X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

না খেলেও সিপিএল উপভোগ করেছেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ২০:৪৬আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২০:৪৬

মেহেদী হাসান মিরাজ ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তার দল দুর্দান্ত খেললেও মিরাজকে বসে থাকতে হয়েছে দর্শক হয়ে, একটা ম্যাচেও সুযোগ হয়নি তার একাদশে। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে গিয়ে বেঞ্চ গরম করলেও কোনও আফসোস নেই মিরাজের, বরং সময়টা দারুণ উপভোগ করেছেন তিনি।

বুধবার মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন তিনি, যেখানে জানিয়েছেন এবারের অভিজ্ঞতা খুব কাজে দেবে ভবিষ্যতে। তাই খেলতে না পারার আক্ষেপ নেই মিরাজের মনে, ‘খেলতে পারলে অবশ্যই ভালো লাগতো। তারপরও না খেলেই অনেক কিছু শিখেছি। জীবনে প্রথমবারের মতো খেলতে গিয়ে বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ পেয়েছি। দারুণ উপভোগ করেছি সময়টা, অনেক ভালো লাগছে।’

উইনিং কম্বিনেশনের কারণেই সুযোগ হয়নি বলে মনে করেন মিরাজ, ‘টিম প্রথম থেকেই ভালো খেলেছে। হয়তো উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি বলেই খেলানো হয়নি। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। এটা আমার জন্য প্রথম অভিজ্ঞতা। এখানে অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে সুযোগ পেলে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারব।’

গত নভেম্বরেই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন তিনি। এবার দেখে এলেন সিপিএল। দুটোর মধ্যে পার্থক্য কী, এমন প্রশ্নে এই অলরাউন্ডারের জবাব, ‘সিপিএল আর বিপিএলে উইকেটের ভিন্নতার কারণে কিছুটা পার্থক্য আছে। আমাদের দেশের উইকেট অনেক ভালো থাকে, ওয়েস্ট ইন্ডিজের উইকেট স্পিন করে।’

২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ওই হারে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিল ভারত! এই মাঠ আবার ছিল মিরাজদের হোম গ্রাউন্ড। অনুশীলন করতে গিয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়ের স্মৃতি ভীষণভাবে নাড়া দিয়েছে মিরাজকে। বারবার ভেবেছেন, এই মাঠেই তামিম-মাশরাফি-সাকিবরা বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারানোর কৃতিত্ব দেখিয়েছিলেন।

সেই মুহূর্তগুলো তরুণ এই অলরাউন্ডার ভাগাভাগি করেছেন এভাবে, ‘সবচেয়ে ভালো লেগেছে ভারতকে যে মাঠে হারিয়েছিলাম আমরা, সেটা আমাদের হোম গ্রাউন্ড ছিল। মাঠে ঢুকেই আমি পুরো স্টেডিয়াম ঘুরে দেখছিলাম, তখন তো আমি অনেক ছোট; টিভিতে খেলা দেখেছি। মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই তিনজনই হাফসেঞ্চুরি করেছিলেন, রাজ্জাক ভাই ৩ উইকেট নিয়েছিলেন।’ কথাটা শেষ করেই আবার বলতে শুরু করলেন, ‘মাশরাফি ভাই ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন। মাঠে যাওয়ার পর ওই স্মৃতিগুলো চোখের সামনে ভাসছিল। মনে হচ্ছিল, এই মাঠে বাংলাদেশ বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছিল, আর এখন এই মাঠেই হোম গ্রাউন্ড হিসেবে আমি সিপিএল খেলছি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা